বিদ্যাসাগর উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ আগস্ট৷৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ যোগেন্দ্রনগরে বিদ্যাসাগর উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে রবিবার বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়৷ বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী জায়া নিতী দেব এবং রাজ্য বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাস সহ অন্যান্যরা৷ প্লাস্টিক পরিবেশের পক্ষে মারাত্মক ক্ষতিকারক৷

আধুনিক সভ্যতার যুগে প্লাস্টিকের ব্যবহার আশীর্বাদের বদলে অভিশাপ হয়ে দাঁড়িয়েছে৷ যত্রতত্র প্লাস্টিকের ব্যাবহারের ফলে পরিবেশের উপর মারাত্মক কু প্রভাব আছড়ে পড়তে শুরু করেছে৷ এর ফলে পরিবেশ দূষিত হচ্ছে৷ মানব সভ্যতা প্রশ্ণ চিহ্ণে এসে দাঁড়াতে শুরু করেছে৷ এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে রক্ষা পেতে হলে প্লাস্টিকের ব্যাবহার পুরোপুরি বন্ধ করতে হবে৷ পাশাপাশি পরিবেশ বান্ধব জিনিসপত্রের ব্যাবহার শুরু করতে হবে৷ মানুষের মধ্যে পরিবেশ দূষণ সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে হবে৷ এই লক্ষ্যকে সামনে রেখেই যোগেন্দ্রনগরের বিদ্যাসাগর উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে রবিবার অনুষ্ঠিত হয় বিজ্ঞান মেলা৷ বিজ্ঞান মেলায় খুদে ছাত্রছাত্রীরা বিজ্ঞান মনস্ক বিভিন্ন মডেল নিয়ে হাজির হয়৷ বিশেষ করে প্লাস্টিকের ব্যাবহার বন্ধ করে পরিবেশ বান্ধব জিনিসপত্র ব্যাবহারের উপর গুরুত্ব আরোপ করা হয়৷ বিজ্ঞান মেলায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী জায়া নিতী দেব বলেন, প্লাস্টিকমুক্ত দেশ গড়তে হবে৷ পরিবেশকে দূষণের হাত থেকে রক্ষা করতে হলে ব্যাপক সংখ্যক গাছ লাগাতে হবে৷

তিনি বলেন বাচ্চারাই আমাদের ভবিষ্যৎ৷ বাচ্চাদের হাতেই গড়ে উঠবে নয়া ভারত৷ সে কারণেই বাচ্চাদের বিজ্ঞান মনস্ক করে তুলতে হবে৷ তাদেরকে বিজ্ঞান মনস্ক করে তুলতে পারলে প্লাস্টিকের ব্যবহার বন্ধ সহ অবৈজ্ঞানিক বিভিন্ন কার্যকলাপ বন্ধ করা সম্ভব হবে৷ আর তাতেই পরিবেশকে দূষণের হাত থেকে রক্ষা করা যাবে৷ অনুষ্ঠানে বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাস সুকলের ছাত্রছাত্রীদের এ ধরনের বিজ্ঞান মনস্ক মনোভাবের ভূয়সী প্রশংসা করেন৷ একমাত্র ছাত্রছাত্রীরাই পরিবেশকে দুষণের হাত থেকে রক্ষা করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *