![](https://jagarantripura.com/wp-content/uploads/2018/07/download.jpg)
জামতাড়া (ঝাড়খণ্ড), ২৫ আগস্ট (হি. স.) : রবিবাসরীয় সকালেই রেললাইনে দুর্ঘটনা। ঝাড়খণ্ডের জামতাড়ায় লাইনচ্যুত হয়ে যায় একটি মালগাড়ি। যার জেরে এখনও পর্যন্ত বেশ কিছু উল্লেখযোগ্য ট্রেনের গতিপথ ঘুরিয়ে চালানো হচ্ছে। কিন্তু কী কারণে এইভাবে মালগাড়ির বগিটি লাইনচ্যুত হল তা খতিয়ে দেখছে ভারতীয় রেল।
বালিয়া এক্সপ্রেস , গঙ্গাসাগর এক্সপ্রেস, অমৃতসর মেল, এলাহাবাদ-বিভূতি এক্সপ্রেস সহ বেশ কিছু উল্লেখযোগ্য দূরপাল্লার ট্রেন এই মুহূর্তে ঘুরপথে চলছে। একই সঙ্গে এলাহাবাদ সিটি এক্সপ্রেস, জম্মু-তাওয়াই, হরিদ্বার-হাওড়া, পাটনা শালিমার দুরন্ত এক্সপ্রেস, বাঘ এক্সপ্রেস ইত্যাদি আরও বেশ কিছু ট্রেনের অভিমুখও ঘুরিয়ে দেওয়া হয়েছে। ভারতীয় রেল সূত্রের খবর, দিনভর এই লাইনে ট্রেন চলাচলে বিপত্তির আশঙ্কা থাকায় যত দ্রুত সম্ভব লাইন স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।