শ্রীনগর, ২৫ আগস্ট (হি.স.) : জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলুপ্ত হওয়ার পর রবিবার শ্রীনগর সচিবালয় থেকে কাশ্মীরের পতাকা সরিয়ে দেশের জাতীয় পতাকা তেরঙ্গা উত্তোলন করা হয়েছে। পাশাপাশি এদিন সকালে জম্মু-কাশ্মীরের অন্যান্য সরকারি ভবনেও ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। গত ৫ আগস্ট জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলুপ্ত হওয়ার ফলে সেখানকার বিশেষ মর্যাদা বিলুপ্তি ঘটে।
এর আগে জম্মু-কাশ্মীরে নিজস্ব সংবিধান, পতাকা এবং নিজস্ব দন্ডবিধি লাগু ছিল। কিন্তু ৩৭০ ধারা বিলুপ্তি হওয়ার ফলে এখানেও ভারতীয় সংবিধানের দন্ডবিধি ও ধ্বজা উত্তোলন লাগু করা হয়েছে। এদিন থেকে জম্মু-কাশ্মীরে বিভিন্ন সরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ৩৭০ ধারা বাতিল হওয়ায় কাশ্মীরে প্রায় ৩৫ হাজারের বেশি জওয়ান নিরাপত্তার জন্য রাখা হয়েছে। উপত্যকা থেকে বিশেষ মর্যাদা সরিয়ে নেওয়ার তিন সপ্তাহ পর বেশ কয়েকটা এলাকা থেকে কার্ফু কিছুটা শিথিল করা হয়েছে। উপত্যকার মানুষেরা ধীরে ধীরে ভয় ত্যাগ করে রাস্তায় বেরিয়ে পড়েছেন। স্কুল-কলেজের ধীরে ধীরে খুলতে শুরু করেছে। এছাড়া সরকারি দফতর গুলোতেও স্বাভাবিক কাজ শুরু হয়েছে। রবিবার কাশ্মীরের বেশিরভাগ এলাকা থেকে নিষেধাজ্ঞা সরিয়ে নেওয়া হয়েছে।
কিন্তু বেশ কয়েকটি স্পর্শকাতর’ এলাকায় এখনও কার্ফু চালু রয়েছে। রবিবার সকাল থেকে বিভিন্ন এলাকার দোকান এবং অন্যান্য প্রতিষ্ঠান খোলা শুরু হয়েছে। এদিন রবিবার থাকার কারণে উপত্যকায় স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের সব বন্ধ ছিল। তা সত্বেও রাস্তায় সাধারণ মানুষের স্বাভাবিক ও শান্তিপূর্ণ যাতায়াত ছিল। তবে উপত্যকায় এখনও মোবাইল, ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে।