![](https://jagarantripura.com/wp-content/uploads/2017/05/arun-jailtly.jpg)
নয়াদিল্লি, ২৫ আগস্ট (হি.স.) : পঞ্চভূতে বিলীন হলেন প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির দেহ। রবিবার দুপুরে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হল প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির। চোখের জলে প্রয়াত নেতাকে বিদায় জানান পরিবার, বন্ধুবান্ধব ও রাজনীতিকরা।পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দিল্লির নিগমবোধ ঘাটে তাঁর অন্ত্যেষ্টি সম্পন্ন হয়। তাঁর শেষকৃত্য সম্পন্ন করেন ছেলে রোহন জেটলি।
রোগভোগের পর শনিবার দুপুরে নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এইমস)-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। শুধু কিডনির সমস্যা নয়, বিগত দু-বছর ধরে বিরল এক ধরনের ক্যানসারে ভুগছিলেন তিনি।
শনিবারই প্রয়াত প্রাক্তন অর্থমন্ত্রীর দেহ নিয়ে যাওয়া হয় তাঁর কৈলাশ কলোনির বাসভবনে। সেখানে তাঁকে শ্রদ্ধা জানান সাধারণ মানুষ থেকে রাজনৈতিক নেতারা৷ সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানান, ইউপিএ চেয়ারপার্সন ও কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী৷ ছিলেন রাহুল গান্ধী, বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ এছাড়া চন্দ্রবাবু নায়ড়ু, শরদ পাওয়ার, প্রফুল্ল প্যাটেল, অজিত সিং-সহ প্রমুখ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা প্রয়াত নেতাকে শেষ শ্রদ্দা জানান৷
এদিন সকাল ১০টায় কৈলাশ কলোনির বাসভবন অরুণ জেটলির মরদেহ নিয়ে যাওয়া হয় বিজেপির সদর দফতরে৷ সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানাবেন বিজেপির কর্মী-সমর্থক, রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে সাধারণ মানুষ।
সকাল ১১টা নাগাদ বিজেপির সদর দফতরে পৌঁছায় প্রাক্তন অর্থমন্ত্রীর মরদেহ৷ দলীয় কার্যালয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, কার্যকরী সভাপতি জেপি নাড্ডা-সহ বিজেপি শীর্ষ নেতা-নেত্রীরা শ্রদ্ধা জানান৷ তারপর সেখান থেকে জেটলির দেহ নিয়ে যাওয়া হবে নিগম বোধ ঘাটে। দুপুর ১টা ২০ মিনিটে দলের সদর দফতর দীনদয়াল উপাধ্যায় মার্গ থেকে নিগম বোধ ঘাটে উদ্দেশে রওনা দেয় প্রয়াত অরুণ জেটলির শববাহী শকট৷ দুপুর ২টোয় প্রয়াত অর্থমন্ত্রী অরুণ জেটলির দেহ পৌঁছায় নিগম বোধ ঘাটে। অরুণ জেটলির সাজানো গাড়িতে তাঁর দেহ নিয়ে যাওয়া হয় নিগমবোধ ঘাটে। সঙ্গে ছিল ‘জেটলি জি অমর রহে’ স্লোগান।
দুপুর ৩টে ৩৫ মিনিটে গান স্যালুটের মাধ্যমে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হল প্রয়াত প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলির শেষকৃত্য৷ দিল্লির নিগম বোধ ঘাটে চোখের জলে দীর্ঘদিনের সহযোদ্ধাকে বিদায় জানালেন রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু, শীর্ষ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, দলের কার্যনির্বাহী সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারমণ, স্মৃতি ইরাণি ও অনুরাগ ঠাকুর, বিজেপি সাংসদ বিজয় গোয়েল ও বিনয় সহস্রবুদ্ধে, কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও কপিল সিবালের মতো রাজনৈতিক ব্যক্তিত্ব। এ ছাড়াও ছিলেন মহারাষ্ট্র, গুজরাট, কর্নাটক, বিহার ও উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ, বিজয় রূপাণি, বিএস ইয়েদুরাপ্পা, নীতীশ কুমার ও ত্রিবেন্দ্র সিং রাওয়াত।