![](https://jagarantripura.com/wp-content/uploads/2016/11/RAIN-Water-1024x576.jpg)
নয়াদিল্লি, ২৫ আগস্ট (হি.স.) : আগস্টের শেষ রবিবারে ঘুম ভেঙে মেঘাচ্ছন্ন আকাশ দেখল দিল্লিবাসী। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে হাল্কা বৃষ্টিপাতে সম্ভাবনা রয়েছে রাজধানী দিল্লিতে।
এদিন দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। সকাল ৮টা ৩০ মিনিট পর্যন্ত বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৮৩ শতাংশ। এদিন দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতরের এক আধিকারিক জানিয়েছেন, রবিবার সারাদিন ধরেই আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। শহরের বিভিন্ন জায়গায় হাল্কা বৃষ্টিপাত হবে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস।
উল্লেখ করা যেতে পারে শনিবার রাজধানী দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টি হলেও গরম থেকে রেহাই পাচ্ছে না দিল্লিবাসী।