লা-লিগার দ্বিতীয় ম্যাচে রিয়াল ভাল্লাদোলিদের বিরুদ্ধে ড্র করল রিয়াল মাদ্রিদ

মাদ্রিদ, ২৫ আগস্ট (হি.স.) : লা-লিগার দ্বিতীয় ম্যাচেই আটকে গেল রিয়াল মাদ্রিদ। সেল্টা ভিগোকে ৩-১ গোলে উড়িয়ে লা-লিগা অভিযান শুরু করেছিল রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে মরশুমের প্রথম ম্যাচে রিয়াল ভাল্লাদোলিদের বিরুদ্ধে ১-১ গোলে অমিমাংসিত ভাবে শেষ হয়। ম্যাচের শেষ ল্যাপে করিম বেনজিমার গোল টানা দ্বিতীয় জয়ের স্বপ্ন উসকে দিলেও সার্জি গুয়ার্দিওলার শেষ মুহূর্তের গোলে বার্নাব্যু থেকে এক পয়েন্ট নিয়ে ফিরল রিয়াল ভাল্লাদোলিদ।


নয়া চুক্তিবদ্ধ ফুটবলারদের কেউই এদিন ছিলেন না রিয়ালের প্রথম একাদশে। পরিবর্তে কোচ জিনেদিন জিদান মরশুমের প্রথম হোম ম্যাচে ভরসা রেখেছিলেন গ্যারেথ বেল, ইস্কো কিংবা জেমস রডরিগেজদের মতো অভিজ্ঞদের উপরেই। বায়ার্ন থেকে ফিরে প্রথমবারের জন্য একাদশে এদিন জায়গা করে নেন রডরিগেজ। 


প্রথমার্ধে দলের হয়ে একাধিক সুযোগ তৈরি করার পাশাপাশি নিজেও একধিকবার গোলের কাছে পৌঁছে যান রডরিগেজ। সহজ সুযোগ হাতছাড়া করেন বেল। দ্বিতীয়ার্ধে পরিবর্ত লুকা জভিচের প্রথম টাচেই গোল পেয়ে যেতে পারত লস ব্ল্যাঙ্কোসরা। কিন্তু বেলের ক্রস থেকে সার্বিয়ান ফরোয়ার্ডের হেডার ক্রসবারে প্রতিহত হয়। ৫৭ মিনিটে রডরিগেজকে তুলে ভিনিসিয়াস জুনিয়রকে মাঠে নামান জিদান। কিন্তু প্রথমার্ধের তুলনায় সুযোগ তৈরির হার অনেকটাই কমে যায় হোম টিমের। বিক্ষিপ্ত সুযোগে ডেডলক ভাঙার চেষ্টা করে ভাল্লাদোলিদ। 


 শেষ অবধি ৮২ মিনিটে বেনজিমা মারফৎ ম্যাচে ডেডলক ভাঙে রিয়াল। বক্সের মধ্যে দুরন্ত টার্নে ফরাসি স্ট্রাইকারের শট বিপক্ষ গোলরক্ষকের নাগাল এড়িয়ে জড়িয়ে যায় জালে। সেইসঙ্গে প্রথম ফরাসি ফুটবলার স্ট্রাইকার হিসেবে লা-লিগায় ১৫০ গোলের নজির গড়েন বেনজিমা। কিন্তু ৮৮ মিনিটে ডিফেন্স চেরা থ্রু বল কাজে লাগিয়ে আগুয়ান কুর্তোয়াকে নাটমেগে পরাস্ত করে ম্যাচে সমতা ফেরান সার্জি গুয়ার্দিওলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *