![](https://jagarantripura.com/wp-content/uploads/2017/03/hammer.jpg)
গুয়াহাটি, ২২ আগস্ট (হি.স.) : বিদেশ সফরে গিয়ে চুরির অপবাদে অসমকে কলঙ্কিত করেছেন কতিপয় বিশিষ্ট শিক্ষাবিদ। ইতিমধ্যে ওই দেশ ভারত সরকারের মাধ্যমে সফরকারী বিশিষ্ট শিক্ষাবিদের দলকে সমন পাঠিয়ে কৈফিয়ত চেয়েছে, খবর সূত্রের।
জানা গেছে, গত জুনে অসম থেকে শিক্ষাবিদের এক দল প্রতিবেশী চিন সফরে গিয়েছিল। ওই দলে ছিলেন ডিব্ৰুগড় বিশ্ববিদ্যালয়ের উপাচাৰ্য ড. রঞ্জিত তামুলি, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান ড. দয়ানন্দ বড়গোঁহাই, উত্তর লখিমপুর কলেজের অধ্যক্ষ ড. বিমানচন্দ্ৰ চেতিয়া, তিনসুকিয়া কলেজের অধ্যক্ষ রাণা সাংমাই, তিনসুকিয়া কমার্স কলেজের চৈতন্য বরা, লখিমপুর কলেজের সংগীতা বরঠাকুর তামুলি এবং মাৰ্ঘেরিটা কলেজের বুধিন গগৈ। সফরকালে প্রতিবেশী দেশের যে জায়গায় তাঁদের থাকার ব্যবস্থা করা হয়েছিল, সেখান থেকে দলের কেউ একজন কোনও সামগ্ৰী চুরি করেছেন বলে অভিযোগ চিনের। প্রসঙ্গত, শিক্ষাবিদের এই দল রাজ্য সরকারের অনুমতি ছাড়াই চীন সফরে গিয়েছিল।
এই চুরি সম্পর্কে চিন সরকার কর্তৃক প্ৰেরিত সমন সংশ্লিষ্ট কৰ্তৃপক্ষের হাত ধরে ডিব্ৰুগড় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পৌঁছেছে বলে খবর পাওয়া গেছে। তবে চুরিকাৰ্যের ব্যাপারে কেউ স্বীকার করছেন না। কেন্দ্ৰীয় সরকারের মাধ্যমে প্ৰেরিত এই সমন ইতিমধ্যে ডিব্ৰুগড় জেলা প্ৰশাসন এবং পুলিশের কাছেও এসেছে বলে জানা গেছে। অন্যদিকে, অসমের শিক্ষাবিদের দলটি চীন থেকে কী চুরি করেছে, সে ব্যাপারেও কিছুই জানা যায়নি।
এদিকে চুরির অভিযোগ তুলে চিন প্ৰেরিতে সমনের খবরে উজান অসমের ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি গোটা রাজ্যের সংশ্লিষ্ট মহলে প্ৰতিক্ৰিয়ার সৃষ্টি হয়েছে। অনেকে বলছেন, যে সময় প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদী দুই দেশের বন্ধুত্বসুলভ সম্পৰ্ক দৃঢ় করার আপ্রাণ চেষ্টা করছেন, সে সময় শিক্ষাবৃত্তির সঙ্গে জড়িত একাংশ বিদেশ সফরে গিয়ে যদি সত্যিই চুরিকাণ্ডের সঙ্গে জড়িত হন, তা হলে তা নিন্দনীয়।