লন্ডন, ২২ আগস্ট (হি.স.) : ভারতের পিএনবি প্রতারণা মামলায় অভিযুক্ত ফেরার হিরে ব্যবসায়ী নীরব মোদীকে আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ব্রিটিশ কারাগারেই থাকবেন। বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছে ব্রিটেনের ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেটস কোর্ট।
এদিন জেল থেকে ভিডিও লিংকের মাধ্যমে মামলার শুনানিতে উপস্থিত থাকেন মোদী। বিচারক ট্যান ইক্রম তাঁকে জানান, আগামী ১৯ সেপ্টেম্বর বিচারের দিনক্ষণ নির্দিষ্ট হবে। সেদিনও ভিডিওলিংকের মাধ্যমেই আদালতে হাজিরা দিতে হবে মোদীকে।
এদিন স্বল্প সময়ের শুনানিতে জেলের পোশাক ট্র্যাক শ্যুটে দেখা গিয়েছে নীরব মোদীকে। ভিডিওলিংকে তাঁকে শান্তই দেখিয়েছে।
ভারত সরকারের প্রত্যর্পণের আবেদনের ভিত্তিতে স্কটল্যান্ড ইয়ার্ডের জারি করা ওয়ার্যান্টের জেরে গত মার্চ মাসে গ্রেফতার হওয়ার পরে নীরব মোদীর ঠিকানা দক্ষিণ-পশ্চিম লন্ডনের ওয়্যান্ডসওয়ার্থ জেল। গ্রেফতার হওয়ার পর থেকে বেশ কয়েক বার জামিনের জন্য আবেদন জানিয়েছেন নীরবের আইনজীবী। তবে প্রতি বারই তাঁর আবেদন নাকচ হয়েছে ব্রিটিশ আদালতে। গত জুন মাসে চতুর্থ বার তা নাকচ করে ব্রিটিশ হাইকোর্ট।