![](https://jagarantripura.com/wp-content/uploads/2019/08/DSC_1418-1024x683.jpg)
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ আগস্ট৷৷ আগামী ২৩ আগস্ট শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী৷ এদিন জন্মাষ্টমী এবং বিশ্বহিন্দু পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্যেনক আগরতলায় এক আলোচনাচক্রের আয়োজন করা হয়েছে৷ রাজধানীর সুকান্ত অ্যাকাডেমিতে অনুষ্ঠেয় আলোচনাচক্রে প্রধান বক্তা হিসেবে থাকবেন স্বামী মহারাজ এবং বিশ্বহিন্দু পরিষদের সংগঠনমন্ত্রী পূর্ণচন্দ্র মণ্ডল-সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ৷
এর পরের দিন অর্থাৎ শনিবার ২৪ আগস্ট বিশ্বহিন্দু পরিষদের পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হবে এক বর্ণাঢ্য শোভাযাত্রা৷ ওই শোভাযাত্রায় এক হাজার শিশু, বালক-বালিকা কৃষ্ণ সেজে অংশগ্রহণ করবে৷ শোভাযাত্রাটি শ্রীশ্রী জগন্নাথবাড়ি মন্দিরের সামনে থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করবে৷
আজ বুধবার বিশ্বহিন্দু পরিষদের পশ্চিম ত্রিপুরা জেলা কমিটি আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ-কথাগুলি জানিয়েছেন সংগঠনের জেলা সভাপতি রঞ্জন ভট্টাচার্য৷ শংকর চৌমুহনিতে অবস্থিত গীতাভবনে বিশ্বহিন্দু পরিষদের কার্যালয়ে আয়োজিত হয়েছে সাংবাদিক সম্মেলনটি৷ সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিম জেলা কমিটির সম্পাদক অভিজিৎ দত্তভৌমিক এবং অন্যান্য রাজ্য ও জেলাস্তরের পদাধিকারীরা৷