ত্রিপুরায় বিজেপি-র সদস্যপদ সংগ্রহে বিপুল সাড়া, লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে, দাবি সংসদ প্রতিমার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ আগস্ট৷৷ অন্তিম দিনেও ত্রিপুরায় বিজেপি-র সদস্যপদ সংগ্রহ অভিযানে বিপুল সাড়া মিলেছে৷ ফলে, লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা প্রকাশ করেন সাংসদ তথা বিজেপির প্রদেশ সাধারণ সাম্পদিকা প্রতিমা ভৌমিক৷ রাষ্ট্র নির্মাণে সকলেই অংশীদার হতে চাইছেন৷ তাই, সদস্যপদ সংগ্রহ অভিযানে বিপুল সাড়া মিলেছে, বলেন তিনি৷


বিজেপি-র সদস্যপদ সংগ্রহ অভিযানের আজ, মঙ্গলবার অন্তিম দিন৷ সংসদ অধিবেশনে ব্যস্ত থাকার কারণে বিজেপি সাংসদরা সদস্যপদ সংগ্রহ অভিযানে সঠিকভাবে সময় দিতে পারেননি৷ তাই, এই অভিযানের সময় সাত দিন বাড়ানো হয়েছিল৷


সাংসদ তথা প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদিকা প্রতিমা ভৌমিক বলেন, প্রতি তিন বছর অন্তর বিজেপি-র সদস্যপদ সংগ্রহ অভিযান হয়৷ সে-মোতাবেক এ-বছর সদস্যপদ সংগ্রহ অভিযান শুরু হয়েছিল৷ এতে ত্রিপুরায় ৫ লক্ষ সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল৷ তিনি বলেন, এই অভিযানে বিপুল সাড়া মিলেছে৷ তাতে মনে হচ্ছে, লক্ষ্যমাত্রা ৫ লক্ষ ছাড়িয়ে যাবে৷


তাঁর কথায়, রাষ্ট্র নির্মাণে সকলেই অংশীদার হতে চাইছেন৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষেই নতুন ভারত নির্মাণ সম্ভব, এই উপলব্ধি থেকেই মানুষ বিজেপি-তে যোগ দিচ্ছেন৷ তিনি বলেন, সব-কা সাথ, সব-কা বিকাশ এবং সব-কা বিশ্বাস, এই মন্ত্রে দীক্ষা নিয়ে মানুষ দেশের উন্নয়নে ভূমিকা নিতে চাইছে৷ পাশাপাশি এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে মানুষ স্বেচ্ছায় বিজেপি-তে যোগ দিচ্ছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *