প্রতিহিংসার রাজনীতি নয়, চিদম্বরমের বিরুদ্ধে লুক আউট নোটিশ প্রসঙ্গে দাবি রিজিজুর

নয়াদিল্লি, ২১ আগস্ট (হি.স.) আইএনএক্স মিডিয়া মামলা লুক আউট নোটিস জারি হয়েছে দেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরমের বিরুদ্ধে। এই বিষয়ে চিদম্বরমের পক্ষে সওয়াল করেছে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। বিজেপিকে বিঁধে সরব হয়েছে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। অন্যদিকে এই বিষয়ে বিজেপির যে জড়িত নয় তা সাফ জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী কিরেন রিজিজু।

বুধবার কিরেন রিজিজু জানিয়েছেন, বিজেপি কোনও ভাবেই জড়িত নয়। দুর্নীতিতে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এতে দলীয় রাজনীতি একেবারেই জড়িত নয়। তাঁর (চিদম্বরম) উচিত তদন্তকারী সংস্থাগুলির সঙ্গে সহযোগিতা করা। কেন্দ্রীয় সরকার কোনও ভাবে প্রতিহিংসার রাজনীতিতে জড়িত নয়। 

বিজেপির আরও এক নেতা সত্যপাল সিং জানিয়েছেন, দল এখানে একেবারে জড়িত নয়। পুরোটাই প্রশাসনিক বিষয়। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং আইনজীবী হওয়ার কারণে আদালতের নির্দেশ মেনে চলা উচিত চিদম্বরমের।

আইএনএক্স মিডিয়ায় বিদেশি বিনিয়োগে অসঙ্গতি মামলায় আগাম জামিনের আর্জি খারিজ হতেই মঙ্গলবার চিদম্বরমের বাড়িতে পৌঁছে যায় সিবিআই| সিবিআই আধিকারিকদের ৬ সদস্যের একটি দল তাঁর দিল্লির বাড়িতে যায়| সিবিআই আধিকারিকরা বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরই চিদম্বরমের বাড়িতে যান ইডি-র আধিকারিকরা| মঙ্গলবার থেকেই পি চিদম্বরমকে খুঁজছে পুলিশ| কিন্তু, দেশের কোনও এক জায়গায় তিনি সম্ভবত আত্মগোপন করে রয়েছেন| অবশেষ বুধবার রাতে কংগ্রেসের সদর দফতরে সাংবাদিকদের মুখোমুখি হন চিদম্বরম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *