লুক আউট নোটিশ জারি হওয়ার পর কংগ্রেস সদর দফতরে সাংবাদিকদের মুখোমুখি চিদম্বরম

নয়াদিল্লি, ২১ আগস্ট (হি.স.) : আইএনএক্স মিডিয়া মামলায় লুক আউট নোটিশ জারি হওয়ার পর এই প্রথম জনসমক্ষে এলেন দেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম। কপিল সিব্বল, অভিষেক মণু সিংভি, মল্লিকার্জুন খারগে, গুলাম নবি আজাদকে নিয়ে দিল্লিতে কংগ্রেসের সদর দফতরে সাংবাদিকদের মুখোমুখি হন পি চিদম্বরম।

বুধবার পি চিদম্বরম জানিয়েছেন, গণতন্ত্রের ভিত্তি হচ্ছে স্বাধীনতা। সংবিধানের সব থেকে গুরুত্বপূর্ণ ধারা হচ্ছে ২১ নম্বর ধারা যা জীবনধারণ ও স্বাধীনতার নিশ্চয়তা প্রদান করে। জীবন আর স্বাধীনতার মধ্যে বাছতে হলে স্বাধীনতাকেই বাছবেন বলে জানিয়েছেন চিদম্বরম। 

তিনি আরও দাবি করেন যে বিগত ২৪ ঘণ্টায় অনেক কিছু ঘটেছে যা বিভ্রান্তি তৈরি করেছে। আইএনএক্স মিডিয়া মামলায় আমার বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। এমনকি তাঁর পরিবারের বিরুদ্ধেও কোনও অভিযোগ নেই বলে জানিয়েছেন তিনি। চিদম্বরম আরও জানিয়েছেন, ইডি এবং সিবিআই আদালতে যথাযথ চার্জশিট পেশ করতে পারেনি। আইন থেকে পালাচ্ছি এমন অভিযোগ আমার উপর করা হয়েছে। কিন্তু আইনের মাধ্যমে নিজেকে রক্ষা করার চেষ্টা করেছি। সুপ্রিম কোর্ট যা নির্দেশ দেবে তা মাথা পেতে নেব। 

উল্লেখ করা যেতে পারে এর আগে আইএনএক্স মিডিয়ায় বিদেশি বিনিয়োগে অসঙ্গতি মামলায় আগাম জামিনের আর্জি খারিজ হতেই মঙ্গলবার চিদম্বরমের বাড়িতে পৌঁছে যায় সিবিআই| সিবিআই আধিকারিকদের ৬ সদস্যের একটি দল তাঁর দিল্লির বাড়িতে যায়| সিবিআই আধিকারিকরা বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরই চিদম্বরমের বাড়িতে যান ইডি-র আধিকারিকরা| মঙ্গলবার থেকেই পি চিদম্বরমকে খুঁজছে পুলিশ| কিন্তু, দেশের কোনও এক জায়গায় তিনি সম্ভবত আত্মগোপন করে রয়েছেন| তাই এবার লুক আউট নোটিস জারি করল ইডি-র| ইডি-র অনুমতি ছাড়া দেশের বাইরে পা রাখতে পারবেন না প্রাক্তন এই কেন্দ্রীয় অর্থমন্ত্রী|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *