নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট৷৷ নিশ্চিহ্ণ হয়ে যাচ্ছে ত্রিপুরার আঞ্চলিক রাজনৈতিক দল আইপিএফটি-তিপ্রাহা ৷ দলের সাধারণ সম্পাদক নক্ষত্র জমাতিয়া সোমবার বিজেপি-তে যোগ দিয়েছেন৷ খুবই শীঘ্রই বিরাট সমাবেশের মধ্য দিয়ে ওই দলের সমস্ত কর্মকর্তা ও নেতৃবৃন্দ বিজেপি-তে যোগ দেবেন ৷ আজ তাই প্রতীকী হিসেবে নক্ষত্রবাবু যোগ দিয়েছেন, জানান প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদক রাজীব ভট্টাচার্য৷ দীর্ঘদিন ধরেই আইপিএফটি-তিপ্রাহা আঞ্চলিক রাজনৈতিক দলটি বিজেপি-তে মিশে যাওয়ার প্রক্রিয়া চলছিল ৷
উপজাতিভিত্তিক এই রাজনৈতিক দল জাতীয় দলের সংস্পর্শে আসার চেষ্টা করছিল ৷ সে-ক্ষেত্রে দলের সমস্ত কর্মকর্তা এবং নেতৃবৃন্দকে বিজেপি-তে যোগ দেওয়ার শর্ত দেওয়া হয়েছিল ৷
আজ প্রদেশ বিজেপি জনজাতি মোর্চার সভাপতি তথা সাংসদ রেবতি ত্রিপুরা বলেন, আইপিএফটি-তিপ্রাহার সাধারণ সম্পাদক নক্ষত্র ত্রিপুরা সাথে আরও দুজন কর্মকর্তাকে নিয়ে বিজেপি-তে যোগ দিয়েছেন৷ তাঁদের দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করা হয়েছে৷ সাথে তিনি যোগ করেন, খুব শীঘ্রই দলের অন্যান্য কর্মকর্তারাও বিজেপি-তে যোগ দেবেন৷
প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদক রাজীব ভট্টাচার্যের কথায়, আজ সারা রাজ্যে আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীরবিক্রম মাণিক্য বাহাদুরের ১১১-তম জন্মজয়ন্তী পালিত হচ্ছে৷ এই পুণ্য লগ্ণ প্রতীকী হিসেবে আইপিএফটি-তিপ্রাহার সাধারণ সম্পাদক বিজেপি-তে যোগ দিয়েছেন৷ খুব শীঘ্রই অমরপুরে বিরাট জনসভার মাধ্যমে দলের সমস্ত কর্মকর্তা বিজেপি-তে যোগ দেবেন৷
এদিন আইপিএফটি-তিপ্রাহার সাধারণ সম্পাদক নক্ষত্র জমাতিয়া বলেন, সারা দেশে বিজেপি-র উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে শামিল হতেই তাঁদের সাথে একত্রিত হচ্ছি৷ তাঁর কথায়, বহুদিন আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আইপিএফটি-তিপ্রাহা পুরো দলটাই বিজেপি-তে বিলীন হয়ে যাবে৷
সে-মোতাবেক আজ দলের দুই কর্মকর্তাকে নিয়ে বিজেপি-তে যোগ দিয়েছি, বলেন তিনি৷ সাথে তিনি যোগ করেন, দলের অন্যান্য কর্মকর্তারাও বিজেপি-তে যোগ দেবেন৷ সেই লক্ষ্যে হেজামারা এবং অমরপুরে বিরাট জনসভার প্রস্তুতি নেওয়া হচ্ছে৷ ওই জনসভায় আইপিএফটি তিপ্রাহার সমস্ত কর্মকর্তা এবং অনুগামীরা বিজেপি-তে যোগ দেবেন৷