![](https://jagarantripura.com/wp-content/uploads/2016/11/Virat-Kohli-copy.jpg)
দুবাই, ১৯ আগস্ট (হি.স.) : ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগে আইসিসি ব়্যাঙ্কিংয়ে টেস্ট ক্রিকেটে এক নম্বর স্থান ধরে রাখলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি৷ তবে চলতি অ্যাশেজে স্বপ্নের ফর্মে থাকা স্টিভ স্মিথ উঠে এল দু’ নম্বরে৷
বিশ্বকাপের পর প্রথমবার টেস্ট খেলতে নামছে ভারত৷ তবে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে মাঠে নামার আগে বিরাট কোহলির জন্য ভালো খবর যে প্রায় আট মাস টেস্ট না খেলে সিংহাসন ধরে রাখেলেন ক্যাপ্টেন কোহলি৷ সোমবার প্রকাশিত সর্বশেষ আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের মধ্যে ৯২২ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রাখলেন বিরাট৷
ভারত অধিনায়কের ঘাড়ে নিশ্বাস ফেলছেন প্রাক্তন অজি অধিনায়ক স্মিথ৷ ৯১৩ রেটিং পয়েন্ট নিয়ে দু’ নম্বরে উঠে এলেন টপ-অর্ডার অজি ব্যাটসম্যান৷ কোহলির থেকে মাত্র ৯ পয়েন্ট পিছিয়ে রয়েছেন স্মিথ৷ এজবাস্টনের অ্যাশেজের প্রথম টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করার পর লর্ডস টেস্টের প্রথম ইনিংসে ৯২ রান করেন অজি ব্যাটসম্যান৷ চোটের জন্য ব্যাট করতে নামেননি দ্বিতীয় ইনিংসে৷ তৃতীয় টেস্টেও স্মিথের মাঠে নামা নিয়ে সংশয় রয়েছে৷
আগামী বৃহস্পতিবার থেকে অ্যান্টিগায় প্রথম টেস্ট বিরাট টেস্ট অভিযান শুরু করছে৷ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দু’টি টেস্ট খেলবে ভারত৷ ক্যারিবিয়ানদের বিরুদ্ধে একদিনের সিরিজের দুরন্ত ফর্মে ছিলেন কোহলি৷ শেষ দু’টি ম্যাচে সেঞ্চুরি করে ভারতের সিরিজ জয়ে বড় ভূমিকা নিয়েছেন ক্যাপ্টেন৷ কিন্তু টেস্টে পারফর্ম করতে না-পারলে অ্যাশেজেই বিরাটকে টপকে যেতে পারেন স্মিথ৷ ব্যাটসম্যানদের মধ্যে ৮৮৭ রেটিং পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন৷ প্রথম দশে বিরাট ছাড়া ভারতীয়দের মধ্যে রয়েছেন চেতেশ্বর পূজারা৷ ৭৭০ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রয়েছেন টিম ইন্ডিয়ার নম্বর তিন ব্যাটসম্যান৷ টেস্ট সিরিজের নামার আগে অবশ্য ওয়েস্ট ইন্ডিজ-এ দলের বিরুদ্ধে সেঞ্চুরি করে ফর্মের ইঙ্গিত দিয়েছেন পূজারা৷ ৮৮১পয়েন্ট চার নম্বরে রয়েছেন নিউজিল্যান্ডের হেনরি নিকোলস৷