ঢাকা, ২০ আগস্ট (হি.স.) : ভারতের বিদেশমন্ত্রী সুব্রাহ্মনিয়ম জয়শঙ্কর বলেছেন, দু’দেশের জন্য লাভজনক হয় এ বিষয়টি বিবেচনায় নিয়ে ৫৪টি অভিন্ন নদীর জলবণ্টনের ব্যাপারে একটি ফর্মুলা বের করতে বাংলাদেশ ও ভারত সম্মত হয়েছে। মঙ্গলবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের বিদেশমন্ত্রী আবুল কালাম আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের কাছে এ কথা বলেন। আলোচনায় তিস্তার জলবণ্টন নিয়ে কোনও অগ্রগতি আছে কিনা জানতে চাইলে জয়শঙ্কর বলেন, এ ব্যাপারে আমাদের একটি প্রতিশ্রুতি রয়েছে। এর কোনও পরিবর্তন হয়নি। এ বিষয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
![](https://jagarantripura.com/wp-content/uploads/2019/08/S-Jaishankar.jpg)
অসমে নাগরিক পঞ্জি (এনআরসি) হলে ওই তালিকায় থেকে বাদ পড়া লোকজনকে বাংলাদেশে পাঠানোর বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে বলা হচ্ছে। এ নিয়ে জানতে চাইলে ভারতের বিদেশমন্ত্রী বলেন, এটি একান্তভাবে ভারতের অভ্যন্তরীণ বিষয়। রোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গে জয়শঙ্কর বলেন, স্বেচ্ছায়, নিরাপদে এবং মর্যাদার সঙ্গে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়ে ভারত সব সময় সমর্থন দিয়ে আসছে। এ জন্য ভারত সম্ভাব্য সব ধরনের মানবিক সহায়তা দিতে তৈরি আছে। রোহিঙ্গাদের জন্যে এরই মধ্যে রাখাইনে ভারত ২৫০টি বাড়ি হস্তান্তর করেছে। এই মানুষদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসন বাংলাদেশ, ভারত ও মায়ানমারের জাতীয় স্বার্থে দরকার। আমরা রোহিঙ্গাদের বিষয়ে বাংলাদেশকে সহায়তা করতে প্রস্তুত। বিদেশমন্ত্রী আব্দুল মোমেন বলেন, ভারতের বিদেশমন্ত্রীর এ সফরে আমরা উৎফুল্ল।
চলতি বছরের মে মাসে ভারতের ৩৮তম বিদেশমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি জয়শঙ্করের প্রথম বাংলাদেশ সফর। তিন দিনের সফরে সোমবার রাত ন’টার দিকে ঢাকায় এসে পৌঁছান তিনি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিন দিনের সফর শেষে আগামীকাল বুধবার সকালে কাঠমান্ডুর উদ্দেশে ঢাকা ছেড়ে যাবেন।
নিরাপত্তা ইস্যুর বিষয়ে জয়শঙ্কর সাংবাদিকদের বলেন, আমরা এ নিয়ে আলোচনা করেছি এবং নিরাপত্তা বিষয়ে সহযোগিতা বাড়লে সন্ত্রাসী গ্রুপগুলোকে দমনে দৃঢ় পদক্ষেপ নেওয়া যাবে।
প্রসঙ্গত, ভারতীয় বিদেশমন্ত্রীর ঢাকা সফরে আগামী অক্টোবরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর সম্পর্কে আলোচনা করা হয় । তিনি বলেন, আমাদের সম্পর্ক কৌশলগত সম্পর্কে পরিণত হয়েছে। নিরাপত্তা, কানেক্টিভিটি, জলবণ্টন সহযোগিতা, মানুষে মানুষে যোগাযোগ ইত্যাদি বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। জ্বালানি নিরাপত্তা বিষয়ে জয়শঙ্কর বলেন, আমাদের মধ্যে অনেক সরকারি ও বেসরকারি খাত নিয়ে আলোচনা চলছে। আমরা আরও আলোচনা করবো।
এর আগে সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন ভারতের বিদেশমন্ত্রী । এসময় তিনি বলেন, বাংলাদেশ ও এ অঞ্চলে বঙ্গবন্ধুর অবদান অপরিমেয় এবং তা অবিস্মরণীয় হয়ে থাকবে। তাঁর স্মৃতি অক্ষয় হয়ে থাকবে।