বর্ষায় অবরুদ্ধ হিমাচলের ৮৮৭টি রাস্তা : আটকে পড়েছেন ৫০০র বেশি মানুষ

শিমলা, ১৯ আগস্ট (হি. স.) : প্রবল বর্ষণে নাজেহাল হিমাচল প্রদেশ। একটানা ভারী বৃষ্টির জেরে রাজ্যজুড়ে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। একাধিক জায়গায় ধস নেমে দুর্ঘটনাও ঘটেছে। ন্যাশনাল হাইওয়ের সঙ্গে সংযুক্ত এমন ৮৮৭টি রাস্তায় যানচলাচল বন্ধ রয়েছে। সড়ক পরিবহনের পাশাপাশি রেল এবং বিমান পরিষেবাও স্থগিত রয়েছে। রাজ্যে গত ২৪ ঘন্টায় যা বৃষ্টি হয়েছে, তা বিগত সাত বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। শিমলা এবং কুলু অঞ্চলে আরও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

সড়ক পরিবহন দফতরের আধিকারিকেরা জানিয়েছেন, ভূমিধস ও বন্যার কারণে বেশ কয়েকটি রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। যার ফলে রাজ্যের বিভিন্ন অঞ্চলে ৫ শতাধিক মানুষ আটকা পড়েছেন। রাস্তাগুলি পরিষ্কার করার এবং ট্রাফিক পুনরুদ্ধারের চেষ্টা চলছে। যে জায়গাগুলি জলের তলায় চলে গিয়েছে সেখানকার বাসিন্দাদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য উদ্ধারকার্য চলছে। কাংড়া জেলার নূরপুর মহকুমায় বিকল্প রুট খনন করে জমে থাকা জল ডাইভার্ট করার কাজ চালাচ্ছে জড়িয়ে বিপর্যয় মোকাবিলা বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *