এবার সাংবাদিক হত্যা যোগীরাজ্যে, ক্ষতিপূরণ ঘোষণা রাজ্য সরকারের

সাহরানপুর (উত্তর প্রদেশ), ১৮ আগস্ট (হি. স.) : প্রকাশ্য দিবালোকে গুলি করে খুন করা হল সাংবাদিককে। উত্তর প্রদেশের সাহরানপুরে রবিবাসরীয় সকালে এক সাংবাদিক এবং তাঁর ভাইকে গুলি করে হত্যা করা হয়। দিনদুপুরে নিজের বাড়িতেই এইভাবে খুন হতে হল আশীষ জানওয়ানি নামে ওই সাংবাদিককে। পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরেই তাঁকে এবং তাঁর ভাইকে খুনের হুমকি দেওয়া হচ্ছিল, কিন্তু তাতেও পুলিশ কোনও ভূমিকা নেয়নি। ঘটনার পর সাংবাদিক ও তাঁর ভাইয়ের পরিবারকে ক্ষতিপূরণ স্বরূপ ৫ লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। 


অন্যদিকে, পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরেই প্রতিবেশীর সঙ্গে আশীষ জানওয়ানির ঝামেলা হয়। গৃহস্থ বিষয় নিয়েই দীর্ঘদিন ধরে ঝামেলা চলে উভয়ের মধ্যে। সাংবাদিকের পরিবারও অবশ্য দাবি করছে, খুনের নেপথ্যে রয়েছেন ওই প্রতিবেশীই। 


পুলিশ সূত্রের খবর, সাংবাদিকের সঙ্গে এদিন খুন হয়েছেন তাঁর ভাই আশুতোষ জানওয়ানিও। অভিযোগ, শহরের কোতোয়ালি এলাকায় ডেয়ারি ব্যবসায়ী মহিপাল নামে তাঁদের ওই প্রতিবেশীই বাড়িতে ঢুকে গুলি করে খুন করে আশীষ এবং তাঁর ভাই আশুতোষ জানওয়ানিকে। ঘটনাস্থলে এই মুহূর্তে বিপুল পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে। খুব সম্প্রতিই আশীষ জানওয়ানি ‘দৈনিক জাগরণ’ সংবাদ মাধ্যমের হিন্দি সংস্করণে কাজে যোগ দিয়েছিলেন। অভিযুক্ত এই মুহূর্তে পলাতক। ডিআইজি উপেন্দ্র আগরওয়াল জানান, মহিপালকে ধরতে এই মুহূর্তে তন্নতন্ন করে খোঁজ চালাচ্ছে পুলিশের দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *