ভিগো, ১৮ আগস্ট (হি.স.) : শনিবার সেল্টা ভিগোকে সহজেই হারিয়ে লা লিগা অভিযান শুরু করল রিয়াল মাদ্রিদ। প্রথম ম্যাচে প্রতিপক্ষের মাঠে গিয়ে ৩-১ গোলে জিতে শুভ সূচনা করল জিদানের দল। প্রথমার্ধে করিম বেনজিমা দলকে এগিয়ে দেওয়ার পর দ্বিতীয়ার্ধে টনি ক্রুস ও লুকাস ভাসকেসের গোলে সহজ জয় পায় রিয়াল। শেষ দিকে রিয়ালের জন্য খারাপ খবর ছিল লুকা মদ্রিচের লাল কার্ড দেখে মাঠ ছাড়া৷ ফলে শেষ আধা ঘণ্টার বেশি সময় ১০ জনে খেলে রিয়াল।

এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেন জিদানের ছেলেরা৷ ১২ মিনিটে বাঁ-দিক থেকে গ্যারেথ বেলের নিচু ক্রসে বল স্লাইড করে প্রতিপক্ষের জালে পাঠান বেনজিমা। ৩৫ মিনিটে মদ্রিচের আড়াআড়ি শট ঝাঁপিয়ে পড়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন গোলরক্ষক রুবেন ব্লানকো। ৪৪ মিনিটে ঝাঁপিয়ে বেলের বুলেট গতির শটও বাঁচিয়ে দেন ভিগো গোলকিপার।
রিয়াল ডিফেন্ডার আলবারো অদ্রিওসোলা বল ক্লিয়ার করতে গিয়ে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে রিয়ালের জালে বল পাঠিয়ে দেন ইয়াগো আসপাস। তবে ভিএআর প্রযুক্তির সাহায্য নিয়ে অফ-সাইডের জন্য গোল বাতিল করেন রেফারি। দ্বিতীয়ার্ধের শুরুতে সেল্টা ফরোয়ার্ড আসপাসের শট কোনোমতে আটকে দেন রিয়াল গোলরক্ষক। তবে দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে ভিএআর প্রযুক্তির সাহায্য নিয়ে মদ্রিচকে লাল কার্ড দেখান রেফারি। সুয়ারেজের পায়ে পিছন থেকে লাথি মারেন রিয়ালের এই মিডও। লা লিগায় এই প্রথম লাল কার্ড দেখলেন তিনি। তবে ১০ জনে খেলেও ব্যবধান বাড়াতে সক্ষম হয় রিয়াল৷ ৬১ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে প্রতি জালে বল জড়িয়ে দেন রিয়ালের জার্মান মিড-ফিল্ডার ক্রুস। জিদানের কোচিং ফেরে স্বমহিমায় স্পেনের এই ক্লাব৷ গত মরশুমে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পাঁচদিন পর রিয়াল ছেড়ে ছিলেন জিদান৷ কিন্তু তাঁর অনুপস্থিতিতে বেহাল দশা হয় রিয়াল৷ ফলে চলতি বছর মার্চে ফের জিদানের হাতেই প্রধান কোচের দায়িত্ব তুলে দিয়ে নিশ্চিত হয় রিয়াল কর্তৃপক্ষ৷

