নয়াদিল্লি, ১৭ আগস্ট (হি. স.) : ফের আগুন লাগলো দিল্লির এইমসে৷ প্রায় সাড়ে ৬ ঘন্টার টানা চেষ্টার পর ওই আগুন নিয়ন্ত্রণে আসে৷ দমকলের ৩৪টি ইঞ্জিন এবং ১৫০ কর্মীর চেষ্টায় ওই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে৷ পরিস্থিতি মোকাবিলায় এনডিআরএফ টিমকেও পাঠানো হয়েছিল৷ তবে, এই ঘটনায় কারও কোনো ক্ষতি হয়েছে বলে খবর মিলেনি৷
![](https://jagarantripura.com/wp-content/uploads/2017/03/AIIMS.jpg)
শনিবার এইমসের এমার্জেন্সি বিভাগের কাছে এক বিল্ডিংয়ে প্রথম আগুন লাগে৷ আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের ৩৪ টি ইঞ্জিন৷ দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করেছেন৷ যে বিল্ডিংয়ে আগুন লেগেছে সেখান থেকে সকলকে নিরাপদে বের করে আনা হয়েছে বলে জানান দমকল কর্তারা৷ প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি এখনেই চিকিৎসাধীন৷ তাঁর মত হাইপ্রোফাইল রোগীকে সুরক্ষিত রাখতে বাড়তি সতর্কতা অবলম্বন করে হাসপাতালে কর্তৃপক্ষ৷
কলকাতার আমরির স্মৃতি ফিরল এবার দিল্লির বুকে৷ শনিবার বিকেলে এইমসের দোতলা ও তিনতলায় এমর্জেন্সি বিল্ডিংয়ে আগুন লেগে যায়৷ হঠাৎ কালো ধোঁয়া বের হতে দেখা যায়৷ এমার্জেন্সি বিভাগের ল্যাবরেটরি, অর্থোপেডিকের বিভাগের অপারেশন থিয়েটরের সামনে দাউ দাউ আগুন দেখে আতঙ্কিত হয়ে পড়েন রোগী ও পরিবারের লোকেরা৷ এমার্জেন্সি ওয়ার্ডের কাছে আগুন লাগে আচমকাই৷ মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে হাসপাতালে৷ ঘটনাস্থলে প্রথমে ৬টি, পরে আরও ১৬টি ইঞ্জিন পাঠানো হয়৷ আগুন নিয়ন্ত্রণে না আসায় আরও ১২টি ইঞ্জিন পাঠানো হয়৷ দমকলের মোট ৩৪টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে৷ প্রাথমিক তদন্ত অনুমান শর্টসার্কিট থেকে এই আগুন লাগতে পারে৷
তড়িঘড়ি রোগীদের অন্যত্র সরানোর বন্দোবস্ত করা হয়৷ এই হাসপাতালেই গত ৯ আগস্ট থেকে ভর্তি রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি৷ তাঁর মতো হাইপ্রোফাইল রোগীকে সুরক্ষিত রাখতে বাড়তি সতর্কতা অবলম্বন করে হাসপাতালে কর্তৃপক্ষ৷ রোগীরা সবাই সুরক্ষিত রয়েছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ৷
দিল্লি দমকলের বিভাগের অধিকর্তা বিপিন কেন্টাল জানিয়েছেন, এইমসের আগুন নিয়ন্ত্রণে এসেছে৷ এখন চারিপাশ ঠান্ডা করার কাজ চলছে৷ এদিকে, ওই ঘটনায় এনডিআরএফ’র দুই টিমের ৮০ জন জওয়ান উদ্ধার কার্যে নেমেছিলেন৷ জানা গেছে, আগুন লাগায় একটি এসি মেশিন বিস্ফোরণ ঘটেছিল৷ তাতে আগুন আরও ছড়িয়ে গিয়েছিল৷ তবে, দমকল কর্মীদের আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে৷