স্বাভাবিক হচ্ছে কাশ্মীর উপত্যকা, সোমাবার থেকেই উপত্যকার স্কুল খুলবে, দাবি মুখ্যসচিব বিভিআর সুব্রহ্মণ্যম

শ্রীনগর, ১৬ আগস্ট (হি.স.) : আগের চেয়ে অনেকটাই স্বাভাবিক হয়ে যাবে কাশ্মীর উপত্যকা। শ্রীনগরে এমনটাই জানালেন জম্মু ও কাশ্মীরের মুখ্যসচিব বিভিআর সুব্রহ্মণ্যম। ৩৭০ ধারা বিলোপের পর রাজ্যে এক জনেরও প্রাণহানি হয়নি বলে দাবি করলেন মুখ্যসচিব। জানা গিয়েছে, সোমবার থেকেই উপত্যকার স্কুল খুলতে শুরু করবে। শুক্রবার থেকেই উপত্যকায় সরকারি দফতর খুলেছে। হাজিরাও ছিল চোখে পড়ার মতো। শুক্রবার রাত থেকেই টেলিফোন যোগাযোগ স্বাভাবিক হতে শুরু করবে। তবে তা ধাপে ধাপে স্বাভাবিক হবে।

সুব্রহ্মণ্যম বলেন, সরকারের কাছে খবর রয়েছে উপত্যকায় বন্ধ ডাকতে পারে বেশ কিছু জঙ্গি সংগঠন ও গোষ্ঠী। একথা মাথায় রেখেই এখনও বিভিন্ন জায়গায় বিধিনিষেধ লাগু রয়েছে। ২২টি জেলার মধ্যে ১২টি জেলায় জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে। ৫ জেলায় আংশিক বিধিনিষেধ রয়েছে। এর জন্য এখনও প্রর্যন্ত এক জনেরও প্রাণহানি ঘটেনি।

তিনি আরও বলেন, সপ্তাহের প্রথম দিকেই কাশ্মীরে যানবাহন চলাচলা স্বাভাবিক হয়ে যাবে। সোমাবার থেকেই উপত্যকার স্কুল খুলতে শুরু করবে।

কাশ্মীরের নেতাদের আটক করা নিয়ে সুব্রহ্মণ্যম বলেন, আইনশৃঙ্খলা বজায় রাখার জন্যই অনেককে আটক করা হয়েছে। মিডিয়া সেন্টার খুলেছে, কেবল টিভিও চালু হয়েছে। ইদের দিন বিধিনিষেধ শিথিল করা হয়েছিল। মানুষ ইদ পালন করেছেন, আত্মীয়দের সঙ্গে দেখা করেছেন। আইন শৃঙ্খলার কথা মাথায় রেখেই ধীরে ধীরে বিধিনিষেধ তুলে নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *