বিরাট কোহলিদের হেড কোচ হিসেবে রবি শাস্ত্রীকেই বেছে নিল ক্রিকেট অ্যাডভাইসরি কমিটি

মুম্বই, ১৬ আগস্ট (হি.স.) : ফের রবি শাস্ত্রীর নামেই সিলমোহর বসাল ক্রিকেট অ্যাডভাইসরি কমিটি। বিরাট কোহলিদের হেড কোচ হিসেবে বর্তমান কোচ রবি শাস্ত্রীকেই বেছে নিলেন কপিল দেব, অংশুমান গায়কোয়াড় এবং শান্তা রঙ্গস্বামীরা। শুক্রবার মুম্বইয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সদর দফতরে বিরাট-রোহিতদের ‘হেডস্যার’ বেছে নেয়৷ পরে সাংবাদিক বৈঠক করে ভারতীয় দলের কোচ পদে রবি শাস্ত্রীর নাম জানিয়ে ঘোষণা করলেন কপিল দেব ও সঙ্গীরা।

আগামী ২০২১-এর নভেম্বর পর্যন্ত প্রধান কোচের দায়িত্ব সামলাবেন শাস্ত্রী৷ এর মধ্যে বড় ইভেন্ট আগামী বছর অস্ট্রেলিয়ার মাটিতে টি-২০ বিশ্বকাপ৷ ক্যারিবিয়ান সফরের শেষে অর্থাৎ ঘরেরে মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে ‘মেন ইন ব্লু’-র প্রধান কোচ হিসেবে দ্বিতীয় অধ্যায় শুরু করবেন শাস্ত্রী৷ তার আগে অবশ্য শাস্ত্রীর সহকারীদের বেছে নেওয়া হবে৷ 

ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ পদপ্রার্থীদ ছ’জনের ইন্টারভিউ নেয় তিন সদসের ক্রিকেট অ্যাডভাইজারি কমিটি৷ জাতীয় নির্বাচক কমিটির প্রধান এমএসকে প্রসাদের উপস্থিতিতে বিরাট কোহলিদের পরবর্তী কোচ বেছে নেন কপিল-অংশুমানরা৷ ইন্টারভিউ দেওয়ার জন্য এদিন সকালে বিসিসিআই হেড-কোয়ার্টার ক্রিকেট সেন্টারে উপস্থিত হয়েছিলন মাইক হেসেন, রবিন সিং, লালচাঁদ রাজপুত৷ আর অস্ট্রেলিয়া থেকে স্কাইপিতে ইন্টারভিউ নেওয়া হয় টম মুডি’৷ তবে ছ’জনের বাছাই তালিকায় থাকলেও এদিন ইন্টারভিউ শুরুর আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে টিম ইন্ডিয়ার কোচের রেস থেকে সরে দাঁড়ান টি-২০ বিশ্বকাপ জয়ী প্রাক্তন ওয়েস্ট ইন্ডিজ কোচ ফিল সিমন্স৷

সদ্যসমাপ্ত ২০১৯ বিশ্বকাপের পরই শাস্ত্রী-সহ সহকারী কোচের মেয়াদ শেষ হয়ে যায়৷ কিন্তু তড়িঘড়ি কাউকে দায়িত্ব দেওয়া সম্ভব নয় বলে ওয়েস্ট ইন্ডিজ সফর পর্যন্ত শাস্ত্রী ও তাঁর সহকারীদের হাতেই বিরাটদের কোচের দায়িত্ব রেখে দেয় বোর্ড৷ ক্যারিবিয়ান সফরের পরেই বিরাটদের নতুন কোচ ঘোষণা করবে বিসিসিআই৷ ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির পরই অনিল কুম্বলের উত্তরসূরি হিসেবে প্রধান কোচের দায়িত্ব নেন শাস্ত্রী৷ কিন্তু শাস্ত্রীর কোচিংয়ে সদ্যসমাপ্ত বিশ্বকাপের সেমিফাইনালে থেমে যায় ভারতের দৌড়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *