বিল পাঠাচ্ছে না টিএনজিসিএল ভোক্তাদের মধ্যে ক্ষোভের সঞ্চার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ আগস্ট৷৷ টিএনজিসিএলের দায়িত্বজ্ঞানহীন কার্যকলাপে ভোক্তাদের মদ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ মাসের পর মাস ভোক্তাদের কাছে বিল পাঠাচ্ছে না টিএনজিসিএল৷ অথচ একতরফাভাবে তারা সিদ্ধান্ত নিয়ে মর্জিমাফিক ভুঁয়ো বিল ভোক্তাদের মোবাইলে ম্যাসেজ করে পাঠিয়ে আগস্ট মাসে ১৬ তারিখের মধ্যে মিটিয়ে নিতে নির্দেশ জারী করেছে৷ অন্যথায়, এক হাজার টাকা জরিমানা মিটিয়ে দিয়ে পুনরায় গ্যাস ব্যবহার করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে৷

রাজধানী আগরতলা শহর ও শহরতলী এলাকার বহু মানুষ পাইপ লাইনের মাদ্যমে রান্নার গ্যাস ব্যবহার করছেন৷ তাতে ঝামেলা অনেকটাই কম৷ কিন্তু টিএনজিসিএল সাম্প্রতিককালে একতরফাভাবে যেসব সিদ্ধান্ত গ্রহণ করেছে তাতে ভোক্তা সাধারণের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ মাসের পর মাস বিল না পাঠানোয় অনেক ভোক্তাই বিলের টাকা জমা দিতে পারেননি৷ সম্প্রতি টিএনজিসিএল ভোক্তাদের মোবাইল ফোনে মর্জিমাফিক বিল পাঠিয়ে ১৬ আগস্টের মধ্যে মিটিয়ে দিতে বলেছে৷ নির্ধারিত সময়ের মধ্যে বিলের টাকা মিটিয়ে দিতে না পারলে ১০০০ টাকা জরিমানা দিতে হবে বলে নির্দেশ জারী করা হয়েছে৷ তাতে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷

বয়স্ক নাগরিকদের একটা বড় অংশ মঙ্গলবার সকাল থেকেই বিলের টাকা জমা দিতে টিএনজিসিএল অফিসের সামনে ভীড় করেছেন৷ তীব্র গরমে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তাদের অনেকেই অসুস্থতা বোধ করছেন৷ ওইসব নাগরিকদের অভিমত টিএনজিসিএল কর্তৃপক্ষ মর্জিমাফিক কাজ করে চলেছে৷ তাতে ক্ষোভ উগরে দিয়েছেন তারা৷ টিএনজিসিএলের এহেন কাজকর্ম বন্ধ করতে জোরালো দাবি জানানো হয়েছে৷ অন্যথায় ভোক্তারা আন্দোলনে শামিল হতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *