তিরুবনন্তপুরম, ১৪ আগস্ট (হি.স.): বন্যায় বিপর্যস্ত কেরলে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা| জলমগ্ন দক্ষিণ ভারতের এই রাজ্যে গত ৮ আগস্ট থেকে ১৪ আগস্ট বিকেল পর্যন্ত বন্যা ও বৃষ্টিজনিত কারণে মৃত্যু হয়েছে ১০২ জনের| এছাড়াও জলের স্রোতে ভেসে গিয়েছেন বহু মানুষ| তাঁদের মধ্যেই ৫৯ জনের কোনও খোঁজ নেই| বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে হাহাকার পড়ে গিয়েছে কেরলের রাজধানী তিরুবনন্তপুরম-সহ মোট ১৪টি জেলায়| বন্যায় বেহাল অবস্থা কেরলের কোল্লাম, আলাপ্পুঝা, কোট্টায়াম, ইদুক্কি, এর্নাকুলাম, ত্রিশূরস, পালাক্কাড়, মালাপ্পুরম, কোঝিকোড়, ওয়ানাড, কান্নুর ও কাসারগড় জেলার|
কেরল সরকারের পক্ষ থেকে বুধবার জানানো হয়েছে, বন্যা কবলিত ১৪টি জেলায় ১১২৩টি ত্রাণ শিবির খোলা হয়েছে| ওই সমস্ত ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে ৫৭৯৫৩টি পরিবার (১৮৮০৫৩ জন বন্যা দুর্গত)| কেরল সরকারের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, গত ৮ আগস্ট থেকে ১৪ আগস্ট পর্যন্ত কেরলে বন্যায় মৃত্যু হয়েছে ১০২ জনের| বন্যায় আহতের সংখ্যা ৩৫, নিখোঁজ রয়েছেন ৫৯ জন| বন্যায় আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ১১২৮৬টি বাড়ি এবং সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে ১০৬০টি বাড়ি| মৃতের সংখ্যা সর্বাধিক কেরলের মালাপ্পুরমে, তারপরই কোঝিকোড়| মালাপ্পুরমে বন্যায় মৃত্যু হয়েছে ৪২ জনের, কোঝিকোড়ে মৃতের সংখ্যা ১৭|