![](https://jagarantripura.com/wp-content/uploads/2019/08/DSC_4567-1024x683.jpg)
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ আগস্ট৷৷ ১৩ আগস্ট থেকে রাজধানী আগরতলা শহর এলাকায় চালু হলো সিটি বাস সার্ভিস৷ প্রথম পর্যায়ে দুটি রুটে সিটি বাস চালু হয়েছে৷ সেপ্ঢেম্বর মাসের মধ্যেই আরও ৬টি রুটে সিটি বাস সার্ভিস চালু করা হবে৷
মঙ্গলবার কৃষ্ণনগরস্থিত ত্রিপুরা সড়ক পরিবহণ নিগমের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সিটি বাস সার্ভিসের সূচনা করেন পরিবহণ মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়৷ রাজধানী আগরতলা শহর এলাকায় সিটি বাস সার্ভিস চালু করার দাবি দীর্ঘদিনের৷ বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সিটি বাস সার্ভিস চালু করল৷ তাতে জনগণের দীর্ঘদিনের প্রত্যাশার সকল বাস্তবায়ন হল৷ মঙ্গলবার ত্রিপুরা সড়ক পরিবহণ নিগমের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সিটি বাস সার্ভিসের সূচনা করেন পরিবহণ মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিগমের চেয়ারম্যান দীপক কুমার মজুমদার সহ অন্যান্যরা৷ সিটি বাস উদ্বোধন করে পরিবহণ মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, আগরতলা শহর এলাকার ৬টি রুটে সিটি বাস চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে৷ এর মধ্যে ১৩ আগস্ট থেকে ১নং রুট ও ৩নং রুটে সিটি বাস চলাচল শুরু হলো৷ ১নং রুটে বটতলা থেকে রানিরবাজার এবং তিন নং রুটে সূর্যমণিনগর বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে মহিলা কলেজ ভায়া জিবি পর্যন্ত ১৬টি বাস চলাচল করবে৷
সকাল সাড়ে ৬টা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত সিটি বাসগুলো চলাচল করবে৷ নূ্যনতম ভাড়া হবে ৭টাকা৷ পরিবহণ মন্ত্রী জানান, আরও ৪টি রুটে অর্থাৎ মোট ৬টি রুটে সিটি বাস চলাচল করবে৷ তিনি বলেন, রাত্রিকালীন পরিষেবা পাবার ক্ষেত্রে শহর এলাকার মানুষ নানা অসুবিধা ভোগ করে আসছিলেন৷ সে কারণেই রাজ্য সরকার সিটি বাস সার্ভিস চালু করার সিদ্ধান্ত গ্রহণ করেছে৷ সাংবাদিকদের এক প্রশ্ণের জবাবে পরিবহণ মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, বামফ্রন্ট সরকারের আমলে জনগণের দাবি থাকা সত্ত্বেও সিটি বাস সার্ভিস চালু করা হয়নি৷
বর্তমান সরকার আরও আগেই সিটি বাস সার্ভিস চালু করার চেষ্টা করেছিল৷ ত্রিপুরা আরবান ট্রান্সপোর্ট ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের অর্থে ১৭৩টি বাস ক্রয় করার কথা ছিল৷ বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বাসগুলি খুঁজে পাওয়া যাচ্ছিল না৷ অনেক বাস ক্রয় করা হচ্ছে দেখানো হলেও বিগত সরকার অনেক বাস শো-রুম থেকেই আনেনি৷ মারাত্মক দুর্নীতি করা হয়েছে৷ এ ধরনের কার্যকলাপে বর্তমান সরকার রীতিমতো স্তম্ভিত৷ আবার অনেক গাড়ি বিভিন্ন জায়গায় পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখা হয়েছিল৷ সেগুলি খুঁজে খুঁজে বের করে মেরামত করানো হচ্ছে বলে জানান পরিবহণ মন্ত্রী৷
বাম আমলে নিয়ম বহির্ভূত এসব ঘটনা ও দুর্নীতির তদন্তের উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার৷ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে৷ পরিবহণ মন্ত্রী জানান, বিগত বাম সরকারের আমলে টিআরটিসিকে রুগ্ণ শিল্পে পরিণত করা হয়েছিল৷ বর্তমান সরকার টিআরটিসিকে পুনরুজ্জীবিত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে নিগমের চেয়ারম্যান দীপক কুমার মজুমদার যথেষ্ট দক্ষতার সঙ্গে কাজ করে চলেছেন বলেও তিনি উল্লেখ করেন৷