![](https://jagarantripura.com/wp-content/uploads/2019/08/Education-Minister-Ratan-Lal-Nath-attends-a-seminar-of-Tripura-Education-Soceity-at-Students-Health-Home-on-August-11-1-1024x683.jpg)
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ আগস্ট৷৷ ত্রিপুরা এডুকেশন সোসাইটি আয়োজিত শিক্ষা আমাদের ব্যবস্থাপনা ও পরীক্ষামুখী প্রবণতা শীর্ষক আলোচনাচক্রের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকতা শুধু পেশা নয়, এটি একটি আদর্শ৷ একমাত্র মানুষের অন্তর্নিহীত বিকাশ সাধনের নাম শিক্ষা৷ পৃথিবীর সব সমস্যার সমাধান করতে পারে শিক্ষা৷ ত্রিপুরা এডুকেশন সোসাইটি আয়োজিত এই আলোচনচক্রকে সময়োপযোগী পদক্ষেপ বলে উল্লেখ করেন তিনি৷ শিক্ষামন্ত্রী বলেন সরকার পরিকল্পনা গ্রহণ করতে পারে৷ সেই পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব শিক্ষক সমাজের৷ সঠিক অক্সিজেন না পেলে মানুষ যেন বাঁচতে পারে না, ঠিক তেমনি শিক্ষক যদি ছাত্রকে শিক্ষার সঠিক অক্সিজেন দিতে না পালেন তাহলে ছাত্রদের চরম সর্বনাশ হয়ে যাবে৷ এসব বিষয়ে যত্নবান হতে শিক্ষক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী৷
তিনি আরো বলেন, শিক্ষক সমাজের ৯০ শতাংশই যথেষ্ট সংবেদনশীল৷ ছোট্ট একটি সংখ্যা শিক্ষাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যথাযথ ভূমিকা পালন করছে না৷ বর্তমান সরকার যে শিক্ষানীতি গ্রহণ করেছে তাকে সঠিক পথে পরিচালিত করতে শিক্ষাবিদ্ ও শিক্ষানুরাগীদের পরামর্শ চেয়েছেন শিক্ষামন্ত্রী৷ তিনি বলেন, শিক্ষামন্ত্রী হিসেবে যে যোগ্যতা থাকা প্রয়োজন ছিল হয়ত বর্তমান শিক্ষামন্ত্রীর মধ্যে তার অনেকটাই ঘাটতি রয়েছে৷ শিক্ষামন্ত্রী হওয়া উচিত ছিল আপনাদের মতো একজন শিক্ষানুরাগী ও শিক্ষাবিদের৷ সে যাই হোক দায়িত্ব যখন অর্পিত হয়েছে তখন সেই দায়িত্ব পালনে শিক্ষাবিদ ও শিক্ষানুরাগীদের পরামর্শ পথ চলার ক্ষেত্রে পথ পদর্শকের ভূমিকা পালন করবে৷
এ ধরনের আলোচনা চক্রের মধ্য দিয়ে রাজ্যের শিক্ষাব্যবস্থাকে আরও সাবলীল হবে বলে তিনি আশা ব্যক্ত করেন৷