কোহলির সামনে ফের নতুন রেকর্ডের হাতছানি

পোর্ট অফ স্পেন, ১১ আগস্ট (হি.স.) : রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনটি একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। গায়ানায় প্রথম একদিনের ম্যাচ বৃষ্টিতে পণ্ড হয়ে যায়। তবে ভারত অধিনায়ক বিরাটের নিজের কাছেও ভিভের দেশে এক নতুন রেকর্ডের হাতছানি। আর ১৯ রান করলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সর্বোচ্চ রানের মালিক হয়ে যাবেন বিরাট। একই সঙ্গে ভেঙে ফেলবেন জাভেদ মিয়াঁদাদের ২৬ বছরের পুরোনো রেকর্ড। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৬৪ ম্যাচে ১৯৩০ রান করেছিলেন মিয়াঁদাদ। ১৯৯৩ সালে শেষ বার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলেছিলেন এই পাক ক্রিকেটার। এখন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাত্র ৩৩টি ইনিংস খেলেছেন বিরাট।

আজ মিয়াঁদাদের ২৬ বছরের রেকর্ড ভাঙার সামনে ভারতের ক্যাপ্টেন। আবার একদিনের ক্রিকেটে অনন্য মাইলফলকের সামনে ক্রিস গেইলও। আজ মাঠে নামলে ৩০০টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলা হবে তাঁর। টেস্ট টিমে তাঁকে রাখেনি ওয়েস্ট ইন্ডিজ।

বিরাটের রেকর্ডের সঙ্গে অনেক লক্ষ্য নিয়ে এই সিরিজে নামছে ভারত। জেতার থেকেও এই সিরিজের মাহাত্ম্য ভারতের কাছে অনেক বেশি। ক্যারিবিয়ান দ্বীপপূঞ্জের সিরিজ থেকেই সামনের দিকে তাকাচ্ছে টিম ইন্ডিয়া। ২০২৩ সালে একদিনের বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হবে। তার আগে এই সিরিজ থেকে তরুণ ব্রিগেডকে দেখে নিতে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। প্রথম ম্যাচেই সেই লক্ষ্যে ধাক্কা লেগেছে বলেই বিরক্ত বিরাট। আজ নতুন করে দেখে নেওয়ার ম্যাচে নজরে থাকছেন শ্রেয়স আয়ারও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *