ঈদ উপলক্ষ্যে আখাউড়া সীমান্তে বিজিবি-র সঙ্গে মিষ্টি বিনিময় বিএসএফ-এর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ আগস্ট৷৷ ঈদ উপলক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবছরও আগরতলার পার্শবর্তী ভারত-বাংলাদেশর আখাউড়ার ইন্টিগ্রেটেট চেক পোষ্ট এবং আখাউড়া সীমান্তের নিরাপত্তার দায়ীত্বে থাকা ভারতীয় বি এস এফ তরফে বর্ডার গার্ড বাংলাদেশ’’র(বি জি পি) সদস্যদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়৷

আজ শনিবার বিকেলে বি এস এফ’’র আখাউড়া’’র অ্যাসিষ্টেন্ড কমান্ডেন্ট হিতরাজ সিং’’র নেতৃত্বে জওয়ানরা বি জি বি সদস্যদের মিষ্টির প্যাকেট তোলেদেন৷ পাশাপাশি ঈদের আগাম শুভেচ্ছাও জানানো হয়৷ বি জি বি’’র তরফে এই সকল মিষ্টির প্যাকেট গ্রহন করেন ১৮নম্বর বাহিনীর কমান্ডেন্ট সুবেদার আব্দুল হামিদ ও অন্যান্য জওয়ানরা৷


মিষ্টি বিতরনের পর উভয় দেশের বাহিনীর অফিসেরা বলেন এধরনের কর্মসূচী ভারত ও বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যের সম্পর্ককে আরো মজবুত করবে এবং বিশ্বাসের পরিবেশ তৈরি করবে৷ যা নিজেদের কাজকে আরো সহজ করে৷


ঈদের পাশাপাশি ভারতের স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, দেওয়ালীসহ বাংলাদেশের বিজয় দিবস, নববর্ষ উপলক্ষ্যে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে মিষ্টি ও শুভেচ্ছা বিনিময় হয়৷ এছাড়াও আই সি পি’’র ভেতর উভয় দেশের জওয়ানরা হোলীর আনন্দেও মেতে উঠেন৷