গোমতি নদীতে উদ্ধার শিশুর মৃতদেহ, চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১০ আগস্ট৷৷ শনিবার সাতসকালে গোমতি নদীতে এক শিশুর মৃতদেহ উদ্ধার হয়েছে৷ দমকল কর্মীরা মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোমতি জেলা হাসপাতালে নিয়ে পাঠিয়েছেন৷ জানা গিয়েছে শিশুটির পরিবারের লোকজনই নদীর জলে ফেলে দেয়৷


আজ সকাল আটটা নাগাদ গোমতি জেলার কাকড়াবন থানাধীন আমতলি এলাকায় গোমতি নদীতে ভাসমান এক শিশুর মৃতদেহ দেখেন স্থানীয় জনগণ ৷ নদী চরের খুব কাছাকাছি এসে শিশুর দেহ ভাসছিল ৷ খবর পেয়ে দমকল বাহিনী এবং কাকড়াবন থানার পুলিশ ছুটে আসে৷ দমকল কর্মীরা শিশুর মৃতদেহ উদ্ধার করে প্রথমে কাকড়াবন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান ৷ সেখানে চিকিৎসকরা শিশুকে মৃত বলে ঘোষণা করার পর দমকল কর্মীরা মৃতদেহ গোমতি জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য নিয়ে যান ৷ জানা গিয়েছে, মৃত শিশুর পরিবারের লোকজন শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য আগরতলায় জিবি হাসপাতালে নিয়ে আসছিলেন৷ কিন্তু শিশুটি পথেই মারা যায়৷ পরে পরিবারের লোকজন মৃতদেহ নদীর জলে ফেলে দেয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *