ফলাফল ঘোষণায় বিলম্ব, ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ আগস্ট ৷৷ ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফল নিয়ে কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির গুরুতর অভিযোগ এনেছে ছাত্রছাত্রীরা৷ পরীক্ষা শেষ হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে ফলাফল প্রকাশ করা হচ্ছে না৷ আবার অনেকের ক্ষেত্রে একাধিক বিষয়ে ব্যাক দেখানো হচ্ছে৷ তাতে বিপাকে পড়ছে বিশ্ববিদ্যালয়ের পাঠরত ছাত্রছাত্রীরা৷

একদিকে ফলাফল ঘোষণা করে বেশকিছু সংখ্যক ছাত্রছাত্রীকে একাধিক বিষয়ে ব্যাক দেখানো হচ্ছে, আবার নতুন করে অন্যান্যদের ভর্তি প্রক্রিয়াও চলেছে৷ অপরদিকে ব্যাক প্রাপকদের পরীক্ষার দিনক্ষণও ঘোষণা করে দেওয়া হয়েছে৷ এসব বিষয় নিয়ে ক্ষোভে ফুঁসছে ছাত্রছাত্রীরা৷ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এহেন দায়িত্বজ্ঞানহীন কার্যকলাপের প্রতিবাদ জানিয়ে পূর্ত ছাত্রছাত্রীরা শুক্রবার বিশ্ববিদ্যালয় চত্বরে প্রতিবাদ ও বিক্ষোভ প্রদর্শন করে৷ তারা এসব বিষয় নিয়ে কর্তৃপক্ষের কাছে ডেপুটেশনও প্রদান করে৷ অবিলম্বে প্রত্যেককে পরবর্তী সেমিস্টারে উত্তীর্ণ করে দেওয়ার জোড়ালো দাবি জানিয়েছে তারা৷ অন্যথায় ছাত্রছাত্রীরা আরও বৃহত্তর আন্দোলনে শামিল হবে বলে হুঁশিয়ারি দিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *