উপত্যকায় শান্তি বিঘ্নিত করার চেষ্টা করলে যথোপযুক্ত ব্যবস্থা নিতে প্রস্তুত সেনা, টুইটারে লেফটেন্যান্ট জেনারেল-র

নয়াদিল্লি, ৯ আগস্ট (হি.স.) : জম্মু ও কাশ্মীরের শান্তি বিঘ্নিত করার চেষ্টা করলে যথোপযুক্ত ব্যবস্থা নিতে প্রস্তুত ভারতীয় সেনা বাহিনী। পাকিস্তানি হুমকির জবাবে পালটা হুঁশিয়ারি দিলেন লেফটেন্যান্ট জেনারেল কে জে এস ডিলোঁ। শুক্রবার টুইটারে লেফটেন্যান্ট জেনারেল ডিলোঁ লিখেছেন, ‘উপত্যকার শান্তি নষ্ট করতে ওরা আসুক। এলেই ওদের সমূলে খতম করব। ওদের প্রত্যেকের ব্যবস্থা করব।’

উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল এবং লাদাখকে বিচ্ছিন্ন করে কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে সরাসরি ভারত-বিরোধিতায় নেমেছে পাকিস্তান। কাশ্মীরের মানুষের ‘মানবাধিকার রক্ষায়’ প্রয়োজনে সমস্ত পথ অবলম্বনের বার্তা দিয়েছে পাক সরকার। স্বয়ং পাক প্রধানমন্ত্রী ইমরান খান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘কাশ্মীরের মানুষদের ভারত আরও চাপ দিলে আর একটা পুলওয়ামা হামলা ঘটতে পারে।’

এই পরিস্থিতিতে সমুচিত জবাব দিতে এগিয়ে এল ভারতীয় সেনা। বলা বাহূল্য, এদিন লেফটেন্যান্ট জেনারেলের টুইটার বার্তা ভারতের অনমনীয় মনোভাবেরই পরিচায়ক।

অন্যদিকে, শুক্রবার নমাজের জন্য জম্মু ও কাশ্মীরে শিথিল করা হয়েছে কারফিউ পরিস্থিতি। ঈদের আগে ফোন এবং ইন্টারনেট পরিষেবাও স্বাভাবিক করা হয়েছে বলে জানিয়েছেন জম্মু ও কাশ্মীর পুলিশের ডিজিপি এস পি বৈদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *