![](https://jagarantripura.com/wp-content/uploads/2019/08/23232323-1024x682.jpg)
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ আগস্ট৷৷ কেন্দ্রীয় সরকার রাইট অব চিলড্রেন টু ফ্রী এন্ড কমপোলসারি এডুকেশন অ্যাক্ট-২০০৯ সংশোধন করেছে৷ রাজ্য সরকার এই সংশোধিত আইনের রুল ফ্রেম করার জন্য আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দিয়েছে৷ তার সাথে পাশ-ফেল প্রথা যুক্ত হয়েছে৷ যেখানে পঞ্চম ও অষ্টম শ্রেণীর মূল্যায়ণ করা হবে৷ এই দুটি ক্লাসের ছাত্র-ছাত্রীদের নিয়মিত পরীক্ষা গ্রহণ করা হবে৷ যারা ফেল করবে তাদেরকে দু’মাস পর আবার পরীক্ষা দেওয়ার সুুযোগ দেওয়া হবে৷
বৃহস্পতিবার মহাকরণে সাংবাদিকদের সাথে কথা বলার সময় শিক্ষামন্ত্রী রতন লাল নাথ জানান, রাজ্য মন্ত্রিসভা তাতে অনুমোদন দিয়েছে৷ তিনি বলেন, ছাত্রছাত্রীদের উপরের ক্লাসে উত্তীর্ণ হতে হলে অবশ্যই পাশ মার্ক পেতে হবে সমস্ত পরীক্ষাতেই৷ তাছাড়া যেসব ছাত্রছাত্রী সুকলে ৮৫ শতাংশ দিন উপস্থিত থাকবে তাদের অতিরিক্ত ৫ নম্বর দেওয়া হবে৷ বিশেষ ক্ষেত্রে কোন ছাত্রছাত্রীকে পরবর্তী উপরের ক্লাসে উত্তীর্ণ করে দেওয়ার ক্ষেত্রে সুকলের প্রধান শিক্ষকের বিশেষ ক্ষমতা থাকবে৷
তাছাড়া, এই রুলে অর্ন্তভূক্ত করা হবে যদি কোন ছাত্রছাত্রী ওই ক্লাসে প্রথমবার অকৃতকার্য হয় তাহলে তাকে পুণরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে ফল প্রকাশের দুই মাসের মধ্যে৷ প্রধান শিক্ষক সহ অন্যান্য সমস্ত শিক্ষকদের অবশ্য গুরুত্ব দিয়ে দেখতে হবে যে ছাত্রছাত্রীরা আদৌ পরবর্তী উপরের ক্লাসে যাওয়ার মতো যোগ্যতা অর্জন করছে কিনা৷ আর এই প্রতিটি সুকল ইনস্পেক্টর এবং ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারদের দায়িত্ব হচ্ছে শিক্ষকরা নিয়মিত স্পেশাল ক্লাস করছে কিনা তার নজরদারী করা৷
শিক্ষামন্ত্রী এদিন, স্পষ্ট জানিয়েছেন যে, রাজ্য সরকার চাইছে প্রতিটি সুকলে যাতে গুণগত শিক্ষা দেওয়া হয়৷ তাতে করে পরবর্তী সময়ে এরাজ্যের ছেলেমেয়েরা জাতীয় এবং আন্তর্জাতিক স্করের প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভাল ফল করতে পারবে৷