![](https://jagarantripura.com/wp-content/uploads/2017/03/CBSE-LOGO.jpg)
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ আগস্ট৷৷ রাজ্যের দশজন শিক্ষকের একটি টিম সোমবার সকালে নয়াদিল্লীতে সিবিএসই কার্য্যলায়ে যান প্রশিক্ষণের জন্য৷ মূলত রাজ্যের তৃতীয় থেকে অষ্টম এবং নবম থেকে দশম শ্রেণীর পরীক্ষার প্রশ্ণপত্র তৈরীর বিষয় নিয়ে হবে তিনদিনের এই প্রশিক্ষণ৷
এই টিমের নেতৃত্ব দিচ্ছেন এলিমেন্টারি এডুকেশনের যুগ্ম অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য্য এবং সেকেন্ডারী এডুকেশনের যুগ্ম অধিকর্তা অনিমেষ দেববর্মা৷
প্রাথমিকভাবে এই টিম পরীক্ষা নিয়ামক ডঃ এস ভরদ্বাজের সাথে বিস্তারিত আলোচনা করবেন৷ তারপর শিক্ষকদের এই টিম সিবিএসই এর তথ্য প্রযুক্তির প্রজেক্ট ডিরেক্টর ডঃ অন্তরিক্ষ জহরির সাথে কথা বলবেন৷ তাঁর সাথে কথা বলে জানবেন কিভাবে সিবিএসই এর পরীক্ষা নেওয়া হয় এবং প্রযুক্তিগত বিভিন্ন দিক কিভাবে সামলাতে হবে৷ সোমবার বিকেলে শিক্ষকদের এই টিম দিল্লী সরকারের শিক্ষা দপ্তরের অতিরিক্ত অধিকর্তা সরোজ এবং সোনির সাথে কথা বলেছেন এবং জানার চেষ্টা করেছেন কিভাবে পরীক্ষা পদ্ধতী নেওয়া হয় কেন্দ্রীয় ভাবে৷ শিক্ষকদের এই টিম দিল্লীর কোর একাডেমিক ইউনিট এর সাথে মতবিনিময় করেন পরীক্ষা পদ্ধতি নিয়ে৷
এদিকে, সোমবার মহাকরণে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ সাংবাদিকদের জানিয়েছেন, গুণগত শিক্ষার জন্য রাজ্যের দুটি কেন্দ্রীয় পরীক্ষা ইউনিট গঠন করা হবে প্রশ্ণপত্র তৈরী করার জন্য৷ চলতি মাস থেকেই প্রশ্ণপত্রের ধরন তৈরীর কাজ শুরু হয়ে যাবে এবং তা এসসিইআরটির ওয়েবসাইটে আপলোড করা হবে৷
এখানে উল্লেখ করা যায়, তৃতীয় থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ৭৫টি বিষয়ে এবং নবম থেকে একাদশ শ্রেণী পর্যন্ত ৩৬টি বিষয় রাখা হবে৷
মূলত রাজ্যস্তরীয় ও জাতীয় স্তরীয় পরীক্ষায় যাতে রাজ্যের ছেলেমেয়েরা ভাল ফলাফল করতে পারে তার জন্যই এই পদ্ধতী অবলম্বন করা হচ্ছে৷ বর্তমানে রাজ্যে এলিমেন্টারি স্তরে ৩.২০ লক্ষ, নবম শ্রেণীতে ৫৫,০০০ এবং একাদশ শ্রেণীতে ৩৬,০০০ ছাত্রছাত্রী রয়েছে৷