সংসারে অশান্তি, আত্মঘাতি হলেন গৃহবধূ

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩ আগস্ট ৷৷ সংসারে অশান্তির কারণে আত্মঘাতি হলেন এক মহিলা৷ গোমতি জেলার উদয়পুর মহকুমার খিলপাড়া এলাকায় অনিল দাসের ছেলে টুটন দাস তার স্ত্রী পুতুল দাস গায়ে কেরোসিন ঢেলে আত্মঘাতি হয়েছেন৷

উদয়পুর মহিলা থানার ওসি শোভা রাণি তেলি জানিয়েছেন, আজ ভোর চারটে নাগাদ পুতুল দাসের মৃত্যু হয়েছে৷ মারা যাওয়ার আগেই পুলিশের কাছে তিনি বয়ান দিয়েছেন, সংসারে অশান্তির কারণে তিনি আত্মঘাতি হয়েছেন৷ তিনি আরও জানান, এই ঘটনায় থানায় কোন অভিযোগ এখনো জমা পড়েনি৷

এই ঘটনা সম্পর্কে খোঁজ নিয়ে জানা গিয়েছে, উদয়পুর মহকুমার খিলপাড়ার বাসিন্দা টুটন দাস দীর্ঘদিন ধরে পঙ্গু হয়ে বিছানায় শয্যাসায়ী৷ প্রতিবেশীদের বক্তব্য, আগে টুটন দাস ভিষণ নেশা করতেন৷ কিন্তু, মাস ছয়েক ধরে তিনি নেশা ছেড়ে দিয়েছেন৷ সাথে পঙ্গু হয়ে বিছানায় শয্যাশায়ী হয়েছেন৷ ফলে, পরিবারের রোজগার প্রায় বন্ধ হয়ে গিয়েছে৷

জনৈক প্রতিবেশীর কথায়, তাঁদের তিন সন্তান রয়েছে৷ তাই, সংসার পালনে পুতুল দাস মানুষের বাড়িতে পরিচারিকার কাজ করেন৷ তিনি বলেন, গতকাল রাত ১২টা নাগাদ পুতুল দাস তার ছেলেকে নিয়ে বাড়ি ফেরেন৷ তার কিছুক্ষণ পরই ঘরে আগুন জ্বলতে দেখা গিয়েছে৷ তিনি জানান, আগুন লাগার খবর পেয়ে দমকল কর্মীরা ছুটে আসেন এবং ওই গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান৷

এদিকে, উদয়পুর মহিলা থানার ওসি শোভা রাণী তেলি বলেন, অগ্ণিদগ্দ হয়ে মহিলার হাসপাতালে ভর্তির খবর পেয়ে আমরা হাসপাতালে ছুটে গিয়েছি৷ তাঁর বয়ান রেকর্ড করেছি৷ ওসি-র কথায়, ওই গৃহবধূ পুলিশের কাছে বয়ান দিয়েছেন সংসারে অশান্তির কারণেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন৷ এদিকে, আজ ভোর চারটে নাগাদ ওই গৃহবধূর মৃত্যু হয়েছে৷ এই ঘটনায় থানায় এখনো কোন অভিযোগ জমা পড়েনি৷ তাই, পুলিশ কোন ব্যবস্থা নেয়নি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *