ফাঁসিতে আত্মহত্যা গৃহবধূর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩ আগস্ট৷৷ পণের জন্য নির্যাতন সহ্য করতে না পেরে হয়তো ফাঁসিতে আত্মঘাতি হলেন এক গৃহবধূ৷ বন্ধনের টাকা নিয়েই বিবাদকে কেন্দ্র এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে দাবি করেন মৃতার শ্বাশুড়ি৷ এই ঘটনায় থানায় কোন মামলা হয়নি৷ তাই, পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দিয়েছে৷

পুলিশ জানিয়েছে, শনিবার সকাল নয়দা নাগাদ গোমতি জেলার উদয়পুর মহকুমার বাগমা থানাধীন বাড়ভাইয়া কলোনির বাসিন্দা গোবিন্দ শর্মার সাথে বন্ধনের টাকা নিয়ে বচসা হয় তার স্ত্রী সঙ্গিতা শর্মার(২৬)৷ এরপর নিজ ঘরেই ফাঁসিতে আত্মঘাতি হয়েছেন ওই গৃহবধূ, মৃতার শ্বাশুড়ির কাছ থেকে এ-কথা জানতে পেরেছিল বলে জানাল পুলিশ৷

জানা গেছে, বছর পাঁচেক আগে ভালবেসে বিয়ে করেন গোবিন্দ শর্মা ও সঙ্গিতা শর্মা৷ তাদের চার বছরের একটি পুত্র সন্তান রয়েছে৷ সঙ্গিতার বাবা-মা নেই৷ পিসির সাথে থেকেই তিনি বড় হয়েছেন৷ অভিযোগ, বিয়ের এক বছর পর থেকে পণের জন্য নির্যাতন শুরু করেন ওই গৃহবধূর স্বামী ও শ্বাশুড়ি৷ ইতিপূর্বে, শালিশী সভায় তাদের পারিবারিক সমস্যা মেটানোর উদ্যোগও নেওয়া হয়েছে৷ আজ বন্ধনের টাকা নিয়ে চরম বচসা হওয়ায় আত্মহত্যার পথ বেছে নেন সঙ্গিতা, এমনটাই মনে করা হচ্ছে৷

বাগমা থানার ওসি জানিয়েছেন, পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছিল৷ ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে৷ এছাড়া, মৃতার পিসিকে খবর দেওয়া হয়েছে৷ তবে, এখনো কোন অভিযোগ থানায় জমা পড়েনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *