কাশ্মীর নিয়ে শীর্ষ পর্যায় বৈঠক অমিত শাহের

নয়াদিল্লি, ৪ আগস্ট (হি.স.) : কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে রবিবার শীর্ষ পর্যায়ে বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 


কাশ্মীর নিয়ে অতিগুরুত্বপূর্ণ এই বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্ঠা অজিত দোভাল, স্বরাষ্ট্র সচিব রাজীব গৌবা। পাশাপাশি উপস্থিত ছিলেন আইবি প্রধান অরবিন্দ কুমার, র’ প্রধান সামন্ত কুমার গোয়েল এবং স্বরাষ্ট্রমন্ত্রকের অন্যান্য আধিকারিকেরা। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে বৈঠক আলোচনার হয়েছে। সংসদ চত্বরে এদিনের বৈঠক অনুষ্ঠিত হয়। 


উল্লেখ করা যেতে পারে গত অমরনাথ যাত্রায় জঙ্গি হামলার হতে পারে এমন আশঙ্কা করে বাতিল করে দেওয়া হয় অমরনাথ যাত্রা। তড়িঘড়ি জম্মু ও কাশ্মীর ছেড়ে চলে যেতে বলা হয় পূণ্যার্থীদের।  প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র কলোনেল রাজেশ কালিয়া জানিয়েছেন, পিওকে বা পাক অধিকৃত কাশ্মীরে গড়ে ওঠা জঙ্গি ঘাঁটির ওপরে শনিবার একাধিক হামলা চালিয়েছে ভারতীয় সেনা৷ আর এই ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে বফর্স কামান৷ তবে শুধু জঙ্গি ঘাঁটিগুলিকেই টার্গেট করেছিল সেনা৷

অন্যান্য ক্ষয়ক্ষতির কোনও খবর নেই৷ কেরান সেক্টরে অনুপ্রবেশ রোখার পাশাপাশি বারামুল্লা এবং সোপিয়ানে চার জঙ্গিকে নিকেশ করা হয়েছে। সম্প্রতি উপত্যকার বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র, গুলি, পাকিস্তানের ছাপ মারা স্নাইপার রাইফেলস, আইইডি, মাইন বাজেয়াপ্ত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *