আমবাসায় রেল লাইনে ঝাপ দিয়ে যুবতী আত্মঘাতী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট৷৷ আমবাসা রেল ষ্টেশন সংলগ্ণ রেল ট্রেকে মরণ ঝাঁপ এক যুবতীব৷ যুবতীর পরিচয় জানা যায়নি৷ এইদিন বিকালে রাজধানী এক্সপ্রেসের সম্মূখে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে এই যুবতী৷ ওই যুবতি রাজধানী এক্সপ্রেসে ঝাঁপ দেওয়ার ফলে ইঞ্জিনের মধ্যেই আটকে থাকে এই যুবতীর দেহ৷ ট্রেনটি দিল্লি থেকে আগরতলার উদেশ্যে যাওয়ার সময় আমবাসা রেল স্টেশন সংলগ্ণ স্থানে ঘটে এই ঘটনা৷


ঘটনার পর ট্রেনটি দাড়িয়ে যায়৷ খবর দেওয়া হয় রেল পুলিশকে৷ পরে রেল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায়৷ কিন্তু এই যুবতীর কোন পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি৷ স্থানীয়রা জানান মেয়েটিকে এইদিন দুপুর থেকে আমবাসা রেল স্টেশন সংলগ্ণ এলাকায় ঘুরাঘুরি করতে দেখা গেছে৷ তবে এই যুবতীকে কেউই চিনতে পারেনি৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে৷ পাশাপাশি এই যুবতীর আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে রহস্য ঘনীভূত হচ্ছে৷ প্রশ্ণ উঠছে কেন এই যুবতী আত্মহত্যা করেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *