পূর্ব নির্ধারিত সূচী অনুসারে চলবে অমরনাথ যাত্রা, বললেন রবীন্দ্র রানা

শ্রীনগর, ২ আগস্ট (হি. স.) : আরও কঠোর সুরক্ষাব্যবস্থার মধ্যে নিয়মিত চলবে অমরনাথ যাত্রা, বললেন জম্মু ও কাশ্মীরের রাজ্য বিজেপির সভাপতি রবীন্দ্র রানা। শুক্রবারই, আগামী ৪ আগস্ট পর্যন্ত অমরনাথ যাত্রা স্থগিত রাখার নির্দেশ দেয় প্রশাসন। এরপরই রাজ্য বিজেপির সভাপতি রবীন্দ্র রানা জানিয়ে দিলেন, “অমরনাথ যাত্রা পূর্ব নির্ধারিত সূচী অনুসারে ১৫ আগস্ট পর্যন্ত চলবে। ইতিমধ্যে কঠোর সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ভয়ের কোনও পরিবেশ নেই। সমস্ত যাত্রীরা যাতে পবিত্র তীর্থে যেতে পারেন সেদিকে সতর্ক রয়েছে প্রশাসন। তবে স্বরাষ্ট্রমন্ত্রক কর্তৃক জারি করা পরামর্শ অনুসরণ করা উচিত।” 

প্রসঙ্গত, পবিত্র অমরনাথ তীর্থযাত্রাপথে যাত্রীদের নিশানা করে জম্মু ও কাশ্মীরে আক্রমণ চালানোর পরিকল্পনা নিয়ে শ্রীনগরে এদিনই সাংবাদিক বৈঠকে জানিয়েছেন চিনার কর্পস কমান্ডার কে জে এস ধিলন। রাজ্য প্রশাসনের নির্দেশে সন্ত্রাসী আক্রমণের পরিকল্পনার সূত্র পেয়ে এবং খারাপ আবহাওয়ার জন্য আগামী ৪ আগস্ট পর্যন্ত স্থগিত রাখা হয়েছে অমরনাথ যাত্রা। এখনও পর্যন্ত রওনা হওয়া যাত্রীদের যত শীঘ্র সম্ভব জম্মুতে ফিরে আসার নির্দেশও দেওয়া হয়েছে। 

এদিনের সাংবাদিক বৈঠকে কমান্ডার ধিলন জানিয়েছেন, গত কয়েকদিনের তল্লাশি অভিযানে কাশ্মীরে পাকিস্তানের মদতে সন্ত্রাসী আয়োজনের বেশ কিছু প্রমাণ পাওয়া গিয়েছে। বৈঠকে তিনি পাকিস্তানের স্ট্যাম্পযুক্ত একটি ল্যান্ডমাইনও দেখান। সন্ত্রাসবাদীদের গোপন ঘাঁটিতে তল্লাশি চালিয়ে পাকিস্তানে তৈরি ওই ল্যান্ডমাইন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। তাঁর কথায়, অমরনাথ যাত্রাপথের বিভিন্ন স্থানে সেনাবাহিনী, সিআরপিএফ এবং জম্মু ও কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে প্রচুর আগ্নেয়াস্ত্র, গুলিগোলা এবং বিস্ফোরক উদ্ধার হয়েছে। একাধিক সক্রিয় সন্ত্রাসবাদীদের পরিচয় জানা গিয়েছে। চিনার কর্পস কমান্ডার কে জে এস ধিলন জানিয়েছেন, অমরনাথ যাত্রাপথে সেনাবাহিনী একটি বিশাল পরিমাণ সন্ত্রাসী আয়োজনের সন্ধান পেয়েছে যার মধ্যে একটি মার্কিন এম-২৪ স্নাইপার রাইফেল এবং পাকিস্তান অর্ডিন্যান্স কারখানায় তৈরি একটি ল্যান্ডমাইন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *