প্রিসাইডিং অফিসারের দায়িত্বে সাংসদ!

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুলাই ৷৷ জেলা পরিষদের নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে সাংসদ রেবতী ত্রিপুরাকে৷ তাৎপর্যপূর্ণ বিষয় হল, এ বিষয়ে সাংসদ রেবতি ত্রিপুরা এবং রাজ্য নির্বাচন কমিশনের সচিব কিছুই জানেননা৷ গত ১১ জুলাই জিলা পরিষদের রিটানিং অফিসার পশ্চিম জেলার জেলা শাসক ডাঃ সন্দীপ মহাত্মে এক নিযুক্তি পত্র জারি করে সাংসদ রেবতি ত্রিপুরাকে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব দিয়েছেন৷ মহাত্মা গান্ধী মেমোরিয়াল উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ে তাঁর কার্যস্থল হিসেবে নিযুক্তি পত্রে উল্লেখ করা হয়েছে৷ আগামী ২৭ জুলাই জিলা পরিষদের নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালনে প্রয়োজনীয় ভোট সামগ্রী সংগ্রহ করার জন্যও সাংসদ রেবতি ত্রিপুরাকে আদেশ করেছেন জিলা পরিষদের রিটানিং অফিসার৷ শুধু তাই নয়, নির্বাচনী প্রশিক্ষনে আগামী ১৫ জুলাই সকাল ১০.৩০ মিনিটে পুরাতন আগরতলার খয়েরপুরস্থিত দালুরা গ্রাম পঞ্চায়েতের গীত বিতানে কমিউনিটি হলে সাংসদ রেবতি ত্রিপুরাকে উপস্থিত থাকতে বলা হয়েছে৷

এই নিযুক্তিপত্রকে ঘিরে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে৷ তবে, নিযুক্তিপত্রে একটি মোবাইল নম্বর উল্লেখ থাকায় সাংসদ রেবতি ত্রিপুরাকেই প্রিসাইডিং অফিসার হিসেবে নিযুক্তি করা হয়েছে বলে ধরে নেওয়া হচ্ছে৷ কারণ, ওই মোবাইল নম্বরটি সাংসদ রেবতি ত্রিপুরা ব্যবহার করেন৷ ওই নম্বরে যোগাযোগ করে তার প্রমাণ মিলেছে৷ এ বিষয়ে সাংসদ রেবতি ত্রিপুরার কাছে জানতে চাওয়া হলে তিনি অবগত নন বলে জানিয়েছেন৷ পাশাপাশি তিনি প্রিসাইডিং অফিসারের দায়িত্ব নিয়ে সংশয় প্রকাশ করেছেন৷ অবাক করার বিষয় হল রাজ্য নির্বাচন কমিশনও এই নিযুক্তিপত্র সম্পর্কে কিছুই জানেনা৷ কারণ, সাংসদ রেবতি ত্রিপুরাকে প্রিসাইডিং অফিসারের দায়িত্বে নিযুক্তি নিয়ে রাজ্য নির্বাচন কমিশনে সচিব প্রসেনজিৎ ভট্টাচার্য্য অবগত নন বলে জানিয়েছেন৷ তবে, জিলা পরিষদের রিটানিং অফিসার সন্দীপ মহাত্মের সাথে এ বিষয়ে যোগাযোগ করা সম্ভব হয়নি৷ ফলে, ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে জিলা পরিষদে সাংসদকে প্রিসাইডিং অফিসার হিসেবে নিযুক্তি নিয়ে সংশ্লিষ্ট শীর্ষ আধিকারীকের স্পষ্টিকরণ মিলেনি৷ ফলে, এ বিষয়ে ধোঁয়াশা রয়েই যাচ্ছে৷