ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ১৮টি ব্লকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুলাই ৷৷ ত্রিপুরায় ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে ৫৮টি ব্লকের মধ্যে ১৮টি ব্লকে সমস্ত আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে বিজেপি৷ কারণ, বৃহস্পতিবার মনোনয়ন প্রত্যাহারের অন্তিম দিনে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে সিপিএম, কংগ্রেস বহু আসনে মনোনয়ন প্রত্যাহার করেছে৷


রাজ্য নির্বাচন কমিশনের সচিব প্রসেনজিৎ ভট্টাচার্য আজ জানিয়েছেন, গ্রাম পঞ্চায়েতে ৭,৩৯০ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন৷ তাঁদের মধ্যে সিপিএম থেকে ৬৪ জন, কংগ্রেসের ৯৭ জন, নির্দল ৫৬ জন এবং আমরা বাঙালির ১ জন মিলিয়ে মোট ২১৮ প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন৷ একইভাবে, পঞ্চায়েত সমিতিতে ৫৯৭ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন৷ তাঁদের মধ্যে সিপিএম-এর ৩২ জন, কংগ্রেসের ১১ জন, নির্দল ১ এবং আমরা বাঙালির ১ জন মিলিয়ে মোট ৪৫ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন৷ তিনি আরও জানান, জেলা পরিষদে ২৯৯ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন৷ তাঁদের মধ্যে সিপিএম-এর ২৫ জন, কংগ্রেসের ১৬ জন এবং আমরা বাঙালির ১ জন মিলিয়ে মোট ৪২ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন৷

বিজেপি গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের একটি আসনের প্রার্থীও মনোনয়ন প্রত্যাহার করেননি৷ এতে, ত্রিপুরায় ৫৮টি ব্লকের মধ্যে ১৮টি ব্লকে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের সমস্ত আসনে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে বলে জানিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনের সচিব৷ তবে তিনি আজ ওই ব্লকগুলির নাম দিতে পারেননি৷


রাজ্য নির্বাচন কমিশনের সচিব প্রসেনজিৎ ভট্টাচার্য জানিয়েছেন, ত্রিস্তরীয় পঞ্চায়েতে বিজেপি সব আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে৷ কিন্তু বিরোধী দল সিপিএম ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে সর্বমোট ৫৯৪টি আসনে মনোনয়ন জমা দিয়েছিল৷ কিন্তু মনোনয়ন প্রত্যাহারের পর সিপিএমের প্রার্থীরা গ্রাম পঞ্চায়েতে ৩৪৪টি এবং পঞ্চায়েত সমিতিতে ৬১টি ও জেলা পরিষদে ৬৮টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন৷ বামফ্রন্টের শরিক সিপিআই ৬-টি আসনে মনোনয়ন জমা দিয়েছিল৷ এর মধ্যে গ্রাম পঞ্চায়েতে ৪-টি এবং পঞ্চায়েত সমিতিতে ২-টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন৷ রাজ্য নির্বাচন কমিশনের সচিব জানিয়েছেন, কংগ্রেস ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে ৮৮২টি আসনে মনোনয়ন জমা দিয়েছিল৷ কিন্তু মনোনয়ন প্রত্যাহারের পর গ্রাম পঞ্চায়েতে ৬৩০টি, পঞ্চায়েত সমিতিতে ৬৩টি এবং জেলা পরিষদে ৬৫টি আসনে কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করছে৷


শাসক জোট আইপিএফটিও ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে ৫০টি আসনে মনোনয়ন জমা দিয়েছে৷ রাজ্য নির্বাচন কমিশনের সচিব জানিয়েছেন, গ্রাম পঞ্চায়েতে ৪৮টি এবং ২-টি পঞ্চায়েত সমিতিতে আইপিএফটি প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন৷
এদিন তিনি আরও জানান, ২১০ জন নির্দল প্রার্থী ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন জমা দিয়েছেন৷ মনোনয়ন প্রত্যাহারের পর তাঁদের মধ্যে ১১৮ জন গ্রাম পঞ্চায়েতে, ২১ জন পঞ্চায়েত সমিতিতে এবং সাতজন জেলা পরিষদে প্রতিদ্বন্দ্বিতা করছেন৷
প্রসঙ্গত, আগামী ২৭ জুলাই ত্রিপুরায় ত্রিস্তরীয় পঞ্চায়েতে নির্বাচন অনুষ্ঠিত হবে৷ ফলাফল ঘোষণা হবে ৩১ জুলাই৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *