নয়াদিল্লি, ১২ জুলাই (হি. স.) : ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস (আইএমপিএস), ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার (এনইএফটি) এবং রিয়েল-টাইম গ্রোস সেটেলমেন্ট সিস্টেম (আরটিজিএস)-এর উপর থেকে চার্জ তুলে নিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)। দেশের বৃহত্তম ব্যাংক এসবিআই, যাদের প্রায় ২৫ শতাংশ মার্কেট শেয়ার রয়েছে, আগামী ১ অগাস্ট থেকে আইএমপিএস ব্যবহার করে অনলাইনে টাকা ট্রান্সফারের ক্ষেত্রে চার্জ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।
এর আগেই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (আরবিআই) এই চার্জ তুলে দেওয়ার কথা ঘোষণা করেছিল। গ্রাহকদের স্বস্তি দিয়ে আরবিআই-এর পর অনলাইনে টাকা ট্রান্সফারের ক্ষেত্রে চার্জ পুরোপুরি তুলে দিল দেশের বৃহত্তম ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। রিয়েল-টাইম গ্রোস সেটেলমেন্ট সিস্টেম (আরটিজিএস) সিস্টেমটি বড় মূল্যের ইমিডিয়েট টাকা ট্রান্সফারের জন্য এবং ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার (এনইএফটি) সিস্টেমটি ২ লক্ষ টাকা পর্যন্ত লেনদেনের জন্য ব্যবহার করা হয়। ডিজিটাল ফান্ডস মুভমেন্টকে এগিয়ে নিয়ে যেতে এসবিআই ১ অগাস্ট থেকে ইন্টারনেট ব্যাংকিং এবং মোবাইল ব্যাংকিং-এর গ্রাহকদের জন্য আরটিজিএস এবং এনইএফটির চার্জ বন্ধ করে দিয়েছে। আইএমপিএস, এনইএফটি এবং আরটিজিএস – টাকা ট্রান্সফারে এই তিন ধরনের অনলাইন লেনদেনের ক্ষেত্রে এতদিন নির্দিষ্ট হারে গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে চার্জ কাটা হত। এবার থেকে তা সম্পূর্ণ ফ্রি হয়ে গেল।