নয়াদিল্লি, ৪ জুলাই (হি.স.) : দেশের অর্থনীতিকে পাঁচ ট্রিলিয়ন ডলারে নিয়ে যেতে জিডিপির হার ৮ শতাংশে নিয়ে যাওয়া একান্ত প্রয়োজন। সংসদে উভয়কক্ষে দাঁড়িয়ে আর্থিক সমীক্ষা রিপোর্ট ২০১৮-১৯ পেশ করে এমনই দাবি করলেন অর্থমন্ত্রী নির্মালা সীতারমণ।
এই রিপোর্ট থেকে উদ্ধৃতি তুলে ধরে নির্মালা সীতারমণ বলেন, দেশের দ্রুতু আর্থিক বৃদ্ধির জন্য চাহিদা, রফতানি এবং কর্মসংস্থান বৃদ্ধির উপর বিশেষ জোর দেওয়া হবে। আর্থিক বৃদ্ধির বৃহত্তর স্তরে বেসরকারি বিনিয়োগ বিশেষ ভূমিকা পালন করবে। এই রিপোর্টে লিঙ্গ সাম্যতা, স্বাস্থ্য ক্ষেত্র এবং এক সুন্দর ভারত গড়ার কথা বলা হয়েছে। কেন্দ্রের একাধিক প্রকল্প যেমন বেটি বাঁচাও বেটি পড়াও, স্বচ্ছ ভারত মিশন, জনধন যোজনা সমাজে ইতিবাচক প্রভাব ফেলেছে।
ইরান থেকে অপরিশোধিত তেল নেওয়া ক্ষেত্রে আমেরিকা যে নিষেধাজ্ঞা জারি করেছে তার প্রভাব পড়বে দেশীয় বাজারে। সমীক্ষা রিপোর্টে আরও বলা হয়েছে রাজস্বে ঘাটতি যাতে কোনও ভাবেই না পড়ে সে জন্য প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি এবং আয়ুষ্মান ভারতের মতো প্রকল্পগুলিকে আর্থিক নীতি মেনে চালাতে হবে। কর্পোরেট করের উন্নতি ঘটিয়ে দিয়ে প্রত্যক্ষ ক্ষেত্রে কর বৃদ্ধি পরিমাণ ১৩.৪ শতাংশ। অপ্রত্যক্ষ কর কমে দাঁড়িয়েছে ১৬ শতাংশ। জিএসটি স্থিতিশীল পর্যায়ে যেতে এখনও সময় রয়েছে।