বাংলাদেশে ফরিদপুরে গাছে ধাক্কা বেপরোয়া বাসের, মৃত্যু ৬ জন যাত্রীর

ঢাকা, ৫ জুন (হি.স.): পবিত্র ঈদের সকালেই ভয়াবহ দুর্ঘটনা বাংলাদেশের ফরিদপুর জেলায়| বুধবার সকাল ৬.৩০ থেকে ৬.৪৫ মিনিট মধ্যে ফরিদপুর জেলার সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের ধুলদী রেলগেট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে গাছে ধাক্কা মারে যাত্রীবোঝাই একটি বাস| জোরালো সংঘর্ষের জেরে দুর্ঘটনাগ্রস্ত বাসের চালক ও খালাসি-সহ ছ’জন যাত্রীর মৃত্যু হয়েছে| এছাড়াও কমপক্ষে ২০ জন যাত্রী কমবেশি আহত হয়েছেন| আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে|

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, বুধবার সকাল সাড়ে ছ’টা থেকে পৌনে সাতটার মধ্যে ধুলদী রেলগেট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে গাছে ধাক্কা মারে যাত্রীবোঝাই একটি বাস| ভিড়ে ঠাসা ওই বাসটি গাছের সঙ্গে ধাক্কা মারায় মৃত্যু হয়েছে ছ’জন যাত্রীর| এছাড়াও বহু যাত্রী আহত হয়েছেন| কী কারণে দুর্ঘটনার কবলে পড়ল বাসটি, তা খতিয়ে দেখা হচ্ছে| ফরিদপুরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মহম্মদ নুরুল আলম দুলাল জানিয়েছেন, সকাল পৌনে সাতটা নাগাদ এ কে ট্রাভেলসের একটি বাস ঢাকা থেকে ঈদ উপলক্ষ্যে ঘরমুখো যাত্রীদের নিয়ে ডুয়াডাঙ্গার দিকে যাচ্ছিল| ধুলদী রেলগেট এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা মারে| জোরালো সংঘর্ষের জেরে বাসটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে মুচড়ে গিয়েছে| দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের| পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও দু’জনের মৃত্যু হয়| আহতদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *