
নিজস্ব প্রতিনিধি৷৷ চড়িলাম, ২৯ মে ৷৷ অকালে ঝরে গেল আরেকটি প্রাণ৷ বৃহস্পতিবার বিকেল প্রায় পাঁচটা নাগাদ কুমারঘাট ব্লকচৌমনী এলাকার লিপি দাস (২৪) দুই সন্তানের জননী নিজ শরিরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করে৷ স্বামী কিশোর দাস জানান, ঘটনার সময় সে বাড়িতে ছিল না৷ তবে কি কারণে লিপি দাস আগুন লাগালো সেবিষয়ে কেউ কিছু বলছে না৷ প্রতিবেশিরা চিৎকার শুনে এসে লিপি দাসকে কুমারঘাট হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার জানান, যে লিপি দাস কে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে৷ লিপির দেহ হাসপাতালের মর্গে রয়েছে৷ পুলিশ উক্ত বিষয়ে একটি অস্বাভিক হত্যা মামলা গ্রহণ করেছে৷