বহুবিধ সমস্যায় ধুকছে সুকল প্রতিবাদে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মে৷৷ উনকোটি জেলার কৈলাসহরের টিলা বাজার দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে সোমবার টিলাবাজার বাবুর বাজার সড়ক অবরোধ করে৷ অবরোধ স্থলে এসে নিগৃহীত হয়েছেন ডিসিমে রূপক ভট্টাচার্য৷ অবশেষে ছাত্রছাত্রীদের দাবি একমাসের মধ্যে পূরণ করার প্রতিশ্রুতি দেওয়ায় অবরোধ প্রত্যাহৃত হয়৷


উনকোটি জেলার কৈলাসহরের টিলা বাজার দ্বাদশ শ্রেণি বিদ্যালয়টি দীর্ঘদিন ধরেই নানা সমস্যায় ভুগছে৷ গত ১ বছর ধরে বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নেই৷ নেই পর্যাপ্ত বিজ্ঞান শিক্ষক৷ খেলার মাঠ থাকলেও গেলারির ব্যবস্থা নেই৷ শিক্ষক শিক্ষিকারা নিয়মিত সুকলে আসেন না৷ সুকলে আসলেও দুপুর গড়াতেই সুকল থেকে চলে যান৷ তাতে দীর্ঘদিন ধরেই ক্ষোভে ফুসছে ছাত্রছাত্রীরা৷ প্রশাসনিক ব্যর্থতার কারণে বিদ্যালয়ের পঠন পাঠন লাটে উঠেছে৷ বিষয়টি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের তরফে সহকারী জেলা শিক্ষা আধিকারিককে জানিয়েও ইতিবাচক কোন সাড়া পায়নি ছাত্রছাত্রীরা৷ তাতে ক্ষুব্ধ হয়েই ছাত্রছাত্রীরা সকাল ১০টা থেকে সুকলের সামনে পথ অবরোধ করে৷ বেলা দেড়টা পর্যন্ত দপ্তরের কোন আধিকারিক কিংবা প্রশাসনের কর্মকর্তারা অবরোধ স্থলে আসেননি৷

তাতে ছাত্রছাত্রীদের ক্ষোভের মাত্রা আরও বেড়ে যায়৷ ক্ষুব্ধ উত্তেজিত ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের দরজা, জানলা, চেয়ার, টেবিল ও অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করতে শুরু করে৷ এই ঘটনার খবর পেয়ে ইরানি থানার পুলিশ ও টিএসআর বাহিনী ঘটনাস্থলে ছুটে আসে৷ পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে৷ দুপুর ৩টে নাগাদ মহকুমা শাসকের অফিস থেকে ডিসিএম রূপক ভট্টাচার্য, উনকোটি জেলা বিদ্যালয় পরিদর্শক জ্ঞনান্দ্র পাল ঘটনাস্থলে ছুটে আসেন৷ ছাত্রছাত্রীদের নিয়ে তারা গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন৷ এমনকি উত্তেজিত ছাত্রছাত্রীরা সেখানে ডিসিএমকে পেয়ে তাকে ধাক্কাধাক্কি শুরু করে৷ শারিরীকভাবে তিনি নিগ্রিহীত হন৷ আলোচনা চলাকালে হইহট্রগোলের মধ্যে এক ছাত্র জ্ঞান হারিয়ে ফেলে৷ এদিকে সুকল আধিকারিক ছাত্রছাত্রীদের নিয়ে বৈঠকে বসেন৷ তার মুচলেকা দিয়ে জানান, এক মাসের মধ্যেই তাদের সমস্যা সমাধানে সরকার ও প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে৷


উত্তেজিত ছাত্রছাত্রীদের হাতে নিগ্রিহীত ডিসিএম জ্ঞনান্দ্র পাল জানান তিনি ছাত্রছাত্রীদের বিরুদ্ধে কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন না৷
পরিস্থিতি মোকাবিলার জন্য প্রশাসনের তরফে ছাত্রছাত্রীদের জানানো হয় আগামী ১ মাসের মধ্যে তাদের দাবিগুলি পূরণ করা হবে৷ অবিলম্বে দাবি পূরণ না হলে ছাত্রছাত্রীরা যে আরও বৃহত্তর আন্দোলন সংগঠিত করবে তাও তারা স্পষ্টভাবে জানিয়ে দেয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *