হরিদ্বার, ২৬ মে (হি.স.) : দেশজুড়ে মদ্যপান এবং গো-হত্যার নিষিদ্ধ করার ডাক দিলেন যোগগুরু বাবা রামদেব। রবিবার উত্তরাখণ্ডের হরিদ্বারে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বাবা রামদেব বলেন, গরু হত্যার উপর পুরোপুরি নিষিদ্ধ করা হোক। এমন হলে গরু পাচারকারী এবং গো-রক্ষকদের মধ্যে আর সংঘর্ষ হবে না। যারা মাংসাসী তারা অন্য ধরণের মাংস খেতে পারেন।
মদ্যপান নিষিদ্ধ করার প্রসঙ্গে বলতে গিয়ে যোগগুরু বাবা রামদেব বলেন, ইসলামিক রাষ্ট্রগুলিতে মদ্যপান নিষিদ্ধ। ইসলামিক রাষ্ট্রগুলি এই কাজ করে দেখাতে পারলে ভারত কেন পারবে না। পরম্পরার দেশ ভারতে মদ কেনা ও বিক্রি নিষিদ্ধ হওয়া উচিত।
দেশের জনসংখ্যা বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করে যোগগুরু বাবা রামদেব বলেন, আগামী ৫০ বছরে দেশের জনসংখ্যা ১৫০ কোটির মধ্যে নিয়ন্ত্রণ করা উচিত। জন্ম নিয়ন্ত্রণ করতে বাবা-মায়ের তৃতীয় সন্তানের ভোটাধিকার বাতিল করে দেওয়া উচিত।