নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মে৷৷ অফিস লেন থেকে টিএনজিসিএল-এর অফিস কৃষ্ণনগর কদমতলায় স্থানান্তর করা হলেও এখানে পরিকাঠামো গড়ে তোলা হয়নি৷ মা-বোনদের প্রাকৃতিক কাজ করার মতো উপযুক্ত ব্যবস্থাও এখানে নেই৷ এখানকার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক এসব বিষয়ে প্রয়োজনীয় কোনো ব্যবস্থা গ্রহণ না করে কর্মীদের উপর দমন পীড়ন নীতির আশ্রয় নিয়েছেন বলে গুরুতর অভিযোগ উঠেছে৷ টিএনজিসিএল -এর রাজধানীর আগরতলা শহরের কদমতলাস্থিত অফিসে পরিকাঠামো নিয়ে অভিযোগের আঙ্গুল তুলেছেন খোদ অফিসের কর্মীরাই৷

অফিস লেন থেকে টিএনজিসিএল-এর অফিসটি আচমকা কৃষ্ণনগরের কদমতলায় স্থানান্তর করা হয়৷ কিন্তু এখানে উপযুক্ত পরিকাঠামো গড়ে তোলা হয়নি৷ এর ফলে কাজ করতে গিয়ে কর্মীদের জটিল সমস্যা সম্মুখিত হতে হয়েছে৷ এ বিষয়ে মুখ্য খুললেই কর্মীদের বিরুদ্ধে কঠোর মনোভাব ও দমন পীড়ন নীতির আশ্রয় নিচ্ছেন দায়িত্বপ্রাপ্ত আধিকারিক প্রশান্ত দত্ত৷ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার প্রশান্তবাবু নিজেকে বিজেপির একনিষ্ঠ লোক বলে দাবি করে স্বৈরাচারী ব্যবস্থা চালিয়ে যাওয়া চেষ্টা চালাচ্ছেন৷ এখানকার কর্মসংসৃকতি লাটে উঠেছে৷ মহিলা কর্মী সহ আউট সোসিং যেসব কর্মী রয়েছে তাদের উপর দমন পীড়ন নীতি গ্রহণ করা হচ্ছে বলে অভিযোগ৷ করা হয়েছে৷ মহিলা কর্মীরা অফিসের টয়লেট, বাথরুমের উপযুক্ত ব্যবস্থা করার জন্য প্রশান্তবাবু দ্বারস্থ হলে মহিলা কর্মীদের প্রতি অসভ্য আচরণ করেন বলে অভিযোগ৷ এর এই প্রতিবাদে কর্মীরা ওই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারকে শনিবার দীর্ঘক্ষণ ঘেরাও করে রাখে৷
অবিলম্বে টিএনজিসিএল-এর অফিসের প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলা না হলে তারা কর্মবিরতি করবেন বলে হুশিয়ারি দিয়েছেন৷ দায়িত্বপ্রাপ্ত ওই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে টিএনজিসিএল-এর উধর্বতন কর্তৃপক্ষের কাছ৷

