BRAKING NEWS

রাজ্যের দুই আসনেই ফুটল পদ্ম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মে৷৷ রাজ্যের দুটি আসনেই বিজেপি বিপুল ভোটে জয়ী হয়েছে৷ তাতে, দীর্ঘ সময় ধরে রাজ্যের দুটি আসনের দখল হাতছাড়া হয়েছে বামেদের৷ তাৎপর্যপূর্ণ বিষয় হল, কংগ্রেস ও বামেদের মধ্যে দ্বিতীয় স্থান দখলে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে৷ কিন্তু, তাতে কংগ্রেস সফল হওয়ায় তৃতীয় স্থানে গিয়ে ঠেকেছে বামেরা৷


ত্রিপুরা পশ্চিম আসনে বিজেপি প্রার্থী প্রতিমা ভৌমিক ৫ লক্ষ ৭০ হাজার ২১ এবং ত্রিপুরা পূর্ব আসনে দলীয় প্রার্থী রেবতিকুমার ত্রিপুরা ৪ লক্ষ ৭৯ হাজার ৬৩৪ ভোট পেয়েছেন৷ অন্যদিকে, পশ্চিম আসনে কংগ্রেস প্রার্থী সুবল ভৌমিক ২ লক্ষ ৬৬ হাজার ২৭৫ এবং বামফ্রন্ট প্রার্থী শঙ্কর প্রসাদ দত্ত ১ লক্ষ ৭১ হাজার ১৭৫ ভোট পেয়েছেন৷ শাসক জোট শরিক আইপিএফটির প্রার্থী বৃষকেতু দেববর্মা এই আসনে পেয়েছেন ৪৩ হাজার ৭৬৪ ভোট৷ এদিকে, ত্রিপুরা পূর্ব আসনে কংগ্রেস প্রার্থী রাজকুমারী প্রজ্ঞা দেববর্মণ পেয়েছেন ২ লক্ষ ৭৬ হাজার ৫১৭ ভোট এবং বামফ্রন্ট প্রার্থী জীতেন্দ্র চৌধুরী পেয়েছেন ২ লক্ষ ৪৯৭ ভোট৷ এই আসনেও শাসক জোট শরিক আইপিএফটি প্রার্থী রাজস্বমন্ত্রী তথা দলের সভাপতি এনসি দেববর্মা পেয়েছেন ৪৫ হাজার ১৫৩ ভোট৷


লোকসভা নির্বাচনে বিজেপির ভোট শতাংশের হারে বেড়েছে৷ এই নির্বাচনে বিজেপি ৪৯.০৩ শতাংশ ভোট পেয়েছে৷ ২০১৮ বিধানসভা নির্বাচনে বিজেপি ৪৩ শতাংশ ভোট পেয়েছিল৷ লোকসভা নির্বাচনে উল্লেখযোগ্য ফলাফল করেছে কংগ্রেস৷ এই নির্বাচনে কংগ্রেস ২৫.৩৪ শতাংশ ভোট পেয়েছে৷ অথচ বিধানসভা নির্বাচনে কংগ্রেস পেয়েছিল মাত্র ১.৮ শতাংশ ভোট৷ তাতে স্পষ্ট কংগ্রেসের ভোট বেড়েছে ২৩.৫৪ শতাংশ৷ এদিকে, বামেদের লোকসভা নির্বাচনে চূড়ান্ত ভরাডুবি হয়েছে৷ শতাংশের হারে বিধানসভার তুলনায় লোকসভা নির্বাচনে বামেদের ভোট কমেছে৷ গত বিধানসভা নির্বাচনে বামেরা ৪৪.৯ শতাংশ ভোট পেয়েছিল৷ একা সিপিএম পেয়েছিল ৪২.৭ শতাংশ ভোট৷ কিন্তু, লোকসভা নির্বাচনে বামেদের সংগ্রহ মাত্র ১৭.৩১ শতাংশ ভোট৷ তাতে বামেদের ভোট কমেছে ২৭.৫৯ শতাংশ৷ রাজ্যের প্রধান বিরোধী দল হয়েও লোকসভা নির্বাচনে বামেরা তৃতীয় স্থানে ঠাঁই পেয়েছে৷ সেই তুলনায় কংগ্রেস দ্বিতীয় স্থানে উঠে এসেছে৷ লোকসভা নির্বাচনে শাসক জোট শরিক আইপিএফটিরও ভোট কমেছে৷ এই নির্বাচনে আইপিএফটি ৪.১৬ শতাংশ ভোট পেয়েছে৷ অথচ তারাই ২০১৮ এর বিধানসভা নির্বাচনে ৭.৫ শতাংশ ভোট পেয়েছিল৷


এদিন, অপেক্ষা সহ্য হচ্ছিল না৷ তাই হয়তো ফলাফল ঘোষণার আগেই রাজ্যে গেরুয়া আবির এবং বাজি নিয়ে বেরিয়ে পড়েছিলেন বিজেপি সমর্থকরা৷ দুই আসনেই জয় নিশ্চিত জেনে চূড়ান্ত ফলাফল ঘোষণার আগেই রঙ খেলা শুরু হয়ে গিয়েছিল৷ সাথে পাল্লা দিয়ে বাজি পোড়ানো৷ খুশি শুধু যে রাজ্যের ফলাফলে, তা নয়৷ আবারও শক্তি বাড়িয়ে দিল্লির তখতে বসতে চলেছেন নরেন্দ্র মোদী৷ তাই উন্মাদনা দ্বিগুণ বেড়ে গিয়েছিল বিজেপি সমর্থকদের৷ অন্তত, আগরতলায় বিভিন্ন স্থানে তাঁদের হই-হুল্লোড় তা-ই প্রমাণ করছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *