নয়াদিল্লি, ২৪ মে (হি.স.): ফের একবার মোদী সরকার| তাও আবার বিরোধীদের ধরাশায়ী করে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ| ঐতিহাসিক জয়লাভের পরবর্তী দিনই লৌহপুরুষ হিসেবে পরিচিত বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী এবং প্রবীণ বিজেপি নেতা মুরলী মনোহর যোশীর সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ| শুক্রবার সকালেই লালকৃষ্ণ আডবাণী এবং মুরলী মনোহর যোশীর দিল্লির বাসভবনে গিয়ে উভয়ের সঙ্গে সাক্ষাত্ করেছেন মোদী ও অমিত শাহ|
লৌহরপুরুষ লালকৃষ্ণ আডবাণীর ঢালাও প্রশংসা করে প্রধানমন্ত্রী টুইট করে জানিয়েছেন, ‘কয়েক দশক ধরে দলকে গড়ে তোলার জন্য অতিবাহিত করেছেন তাঁর (আডবাণী) মতো মহানরা, বিজেপির এই সফলতা তাঁদের জন্যই|’ এরপর মুরলী মনোহর যোশীর সঙ্গে সাক্ষাত্ করার পর টুইটারে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘ড. মুরলী মনোহর যোশী একজন পণ্ডিত এবং মহামহিম ৱুদ্ধিমান| ভারতীয় শিক্ষার উন্নতির ক্ষেত্রে তাঁর অবদান অসাধারণ| বিজেপিকে শক্তিশালী করা ছাড়াও, বহু কার্যকর্তার মেন্টর হিসেবে সর্বদা কাজ করেছেন তিনি|’