নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মে৷৷ ত্রিপুরায় দুটি আসনে বিজেপি প্রার্থী বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছে৷ সকাল সাড়ে দশটা পর্য্যন্ত গণনায় ত্রিপুরা পশ্চিম আসনে বিজেপি প্রার্থী প্রতিমা ভৌমিক পেয়েছেন ১ লক্ষ ৬৬ হাজার ৮৫টি ভোট এবং ত্রিপুরা পূর্ব আসনে বিজেপি প্রার্থী রেবতি কুমার ত্রিপুরা পেয়েছেন ১ লক্ষ ৯৬ হাজার ৩১৬টি ভোট৷
এদিকে, ত্রিপুরা পূর্ব আসনে বামফ্রন্ট প্রার্থী জীতেন্দ্র চৌধুরী পেয়েছেন ৮০ হাজার ৮৯২টি ভোট এবং কংগ্রেস প্রার্থী রাজকুমারী প্রজ্ঞা দেববর্মণ পেয়েছেন ১ লক্ষ ১১ হাজার ৬২০টি ভোট৷ ত্রিপুরা পশ্চিম আসনে বামফ্রন্ট প্রার্থী শঙ্কর প্রসাদ দত্ত পেয়েছেন ৫১ হাজার ৫১২টি ভোট এবং কংগ্রেস প্রার্থী সুবল ভৌমিক পেয়েছেন ৮০ হাজার ৩৭৫টি ভোট৷
এদিকে, গণনাকে ঘিরে গণনা কেন্দ্রগুলিতে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে৷ গণনা কেন্দ্রের কোন ধরনের যানবাহন কিংবা সাধারণ মানুষের চলাফেরায় প্রতিবন্ধকতা আনার জন্য কঠোর ব্যবস্থা করা হয়েছে৷