নয়াদিল্লি, ২৩ মে (হি.স.) : ২০১৯ সালের সাধারণ নির্বাচনে বিজেপির জয়কে ঐতিহাসিক আখ্যা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।
বিজেপির এই জয়ের পেছনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি সভাপতি অমিত শাহকে কৃতিত্ব দিয়ে রাজনাথ সিং বৃহস্পতিবার ট্যুইটারে লেখেন, মোদীজির দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বের ফলেই সাধারণ নির্বাচনে ঐতিহাসিক জয় পেয়েছে বিজেপি। অমিত শাহর নেতৃত্ব প্রদানের ক্ষমতা এবং তৃণমূল স্তরের কয়েক লক্ষ দলীয় কর্মীদের তৎপরতার জন্য এই বিপুল জয় সম্ভব হয়েছে। নির্ধারক জনাদেশ দেওয়া এবং নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রতি আস্থা রাখার জন্য দেশবাসীকে ধন্যবাদ জানাই। নরেন্দ্র মোদী এখন নতুন ভারত গড়বে।
উল্লেখ্য এখনও পর্যন্ত যা পরিস্থিতিতে তাতে ৫৪২ টার মধ্যে ৩৪৫টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। ৮৬টি এগিয়ে রয়েছে কংগ্রেস। বারাণসীতে এগিয়ে নরেন্দ্র মোদী। রায় বরেলিতে এগিয়ে ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী।